ব্রাজিলে প্রচারণাকালে প্রেসিডেন্টপ্রার্থী ছুরিকাহত
- নয়া দিগন্ত অনলাইন
- ০৭ সেপ্টেম্বর ২০১৮, ১০:৩৩
ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারের সময় এক প্রার্থী ছুরিকাহত হয়েছেন। জাইর বোলসোনারো নামে এ প্রার্থীকে তার কর্মী-সমর্থকদের ভিড়ের মধ্যেই ছুরি মারা হয়। খবর বিবিসির।
খবরে প্রকাশ, কট্টর ডানপন্থি দল সোশাল লিবারেল পার্টির নেতা জাইর বোলসোনারো বর্ণবাদী ও বিতর্কিত নানা বক্তব্যের জন্য সমালোচিত হলেও সাম্প্রতিক জনমত জরিপগুলোতে তার অবস্থান ক্রমশ শক্তিশালী হচ্ছিল।
বৃহস্পতিবার ব্রাজিলের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় রাজ্য মিনাস জেরাইসে এ হামলার ঘটনা ঘটে।
চিকিৎসকরা জানিয়েছেন, বোলসোনারোর পেটের ক্ষতস্থানে অস্ত্রোপচার করা হয়েছে। তিনি সেরে উঠবেন বলে আশা করা হচ্ছে।
জরিপ বলছে, আগামী মাসের এ নির্বাচনে সাবেক প্রেসিডেন্ট লুলা দ্য সিলভা যদি অংশ নিতে না পারেন তাহলে হয়তো বোলসোনারোর ব্যালটেই সবচেয়ে বেশি ভোট পড়তে পারে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা