মেক্সিকোর সংখ্যাগরিষ্ঠ নতুন বামপন্থী কংগ্রেসের শপথ গ্রহণ
- নয়া দিগন্ত অনলাইন
- ৩০ আগস্ট ২০১৮, ১১:২২, আপডেট: ৩০ আগস্ট ২০১৮, ১৩:২৭
মেক্সিকোর সংখ্যাগরিষ্ঠ প্রথম বামপন্থী কংগ্রেস বুধবার শপথ গ্রহণ করেছে। খবর এএফপি’র।
শপথ গ্রহণের সময় প্রেসিডেন্ট অ্যান্ড্রেস ম্যানুয়েল লোপেজ ওবরাডোরের সাম্প্রতিক প্রতিষ্ঠিত দল মোরানার নেত্বাধীন জোটের আইনপ্রণেতারা তার নাম ধরে আনন্দ প্রকাশ করেন ও স্লোগান দেন।
তারা নিম্নকক্ষে শপথ নিয়েছেন। সেখানে এখন তারা চালকের আসনে থাকবেন।
সিনেটে এ অনুষ্ঠান আরো জাঁকজমকপূর্ণ হলেও সেখানে ক্ষমতার ভারসাম্য একই রয়ে গেছে।
লোপেজ ওবারাডোর মেক্সিকোর আধুনিক গণতন্ত্রের প্রথম প্রেসিডেন্ট হতে যাচ্ছেন। তিনি কংগ্রেসের উভয় কক্ষে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন।
লোপেজ ওবরাডোরের ঘনিষ্ঠ উপদেষ্টা তাতিয়ানা ক্লোউথিয়ের বলেন, ‘মানুষ ভোটের মাধ্যমেই জানিয়ে দিয়েছেন তারা কি চান। এখন সেই পথেই চলতে হবে।’
তিনি নিম্নকক্ষের চেম্বার অব ডেপুটিস নির্বাচিত হয়েছেন।
নতুন এ আইনসভার অধিবেশন শনিবার বসতে যাচ্ছে।
এদিকে ১ ডিসেম্বরের আগ পর্যন্ত লোপেজ ওবারডোর দায়িত্ব গ্রহণ করছেন না।
লোপেজ ৫৩ শতাংশ ভোট পেয়েছেন। তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বির চেয়ে ৩০ শতাংশ বেশি ভোট পান।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা