২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ব্রেট কাভানফকে বিচারপতি হিসেবে মনোনয়ন দিলেন ট্রাম্প

মনোনয়ন দেয়ার পর বিচারক ব্রেট কাভানফ ও প্রেসিডেন্প ট্রাম্প - ছবি: এএফপি

যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে ফেডারেল আপিল বিভাগীয় বিচারক ব্রেট কাভানফকে নতুন বিচারপতি হিসেবে মনোনয়ন দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। বিচারপতি অ্যান্টনি কেনেডির শূন্যস্থানে নতুন বিচারপতি হিসেবে নিজের মনোনীত প্রার্থীর নাম ঘোষণা করেছেন ট্রাম্প। কাভানফ ও সদ্য অবসরে যাওয়া বিচারপতি কেনেডি সাবেক সহকর্মী। আল জাজিরা

ব্রেট কাভানফ ট্রাম্পের মনোনয়ন পেলেও সিনেট থেকে নিশ্চয়তা পাওয়ার পরই সুপ্রিম কোর্টে বিচারপতির আসনে বসতে পারবেন ৫৩ বছর বয়সী কাভানফ। যদিও সিনেটে ট্রাম্পের রিপাবলিকান দলের সংখ্যাগরিষ্ঠতা আছে। সিনেটে ১০০ আসনের মধ্যে রিপাবলিকানদের দখলে আছে ৫১ আসন ও ডেমোক্রেটদের দখলে আছে ৪৯ আসন।

সিনেট থেকে নিশ্চিত হলে বিচারক কেনেডির আসনে আসীন হবেন কাভানফ।

উল্লেখ্য, বিচারপতি কেনেডি গত ২৭ জুন ৮১ বছর বয়সে অবসর যাওয়ার ঘোষণা দেন।

 


আরো সংবাদ



premium cement