২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

যুক্তরাষ্ট্রে সংবাদপত্র অফিসে হামলা, নিহত ৫

সংবাদপত্র অফিস, হামলা, যুক্তরাষ্ট্র
হামলার পর পুলিশের তৎপরতা - ছবি: এএফপি

যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যে স্থানীয় সংবাদপত্র ক্যাপিটাল গেজেটের কার্যালয়ে বন্দুকধারীর হামলায় পাঁচজন নিহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার অ্যানাপোলিস এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

ক্যাপিটাল গেজেটের স্টাফরা বলেছেন, অস্ত্রে (শর্টগান, ধোঁয়া সৃষ্টিকারী গ্রেনেড) সজ্জিত হামলাকারী নিউজরুমের গ্লাসের দরজায় গুলি করে। খবর বিবিসি

নিহতদের মধ্যে রিপোর্টার অ্যালিসন পার্কার ও আলোকচিত্রী অ্যাডাম ওয়ার্ড রয়েছেন বলে প্রাথমিক সূত্রের বরাত দিয়ে গণমাধ্যম জানিয়েছে। এঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে।

পুলিশ জানিয়েছে, পূর্ব পরিকল্পনা অনুযায়ী এ হামলা চালানো হয়েছে। সম্প্রতি পত্রিকাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে সহিংস হামলার হুমকি পেয়েছিল।

এ ঘটনায় জড়িত সন্দেহ শ্বেতাঙ্গ এক তরুণকে আটক করেছে পুলিশ এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি পুলিশের প্রশ্নের উত্তর দিচ্ছেন না বলে জানা গেছে । পুলিশ আরো জানায় যে, শনাক্ত না হতে তিনি আঙুলের ছাপ মুছে ফেলেছেন।

পুলিশ জানিয়েছে, আটক তরুণের কাছে থাকা ব্যাকপ্যাকে ভুয়া গ্রেনেড ও বোমা পাওয়া গেছে। তিনি হামলায় দূরপাল্লার একটি বন্দুক ব্যবহার করেছেন।

আন অরুন্ডেল কাউন্টি পুলিশের উপপ্রধান উইলিয়াম ক্যাম্পফ বলেন, ‘আমরা একটি বস্তু পেয়েছি যেটাকে বিস্ফোরক দ্রব্য বলেই মনে হচ্ছে। বস্তুটা ধ্বংস করে ফেলা হয়েছে।’ তিনি আরো বলেন, ভবনটি থেকে ১৭০ জনের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।


আরো সংবাদ



premium cement
ফিটনেসবিহীন যানবাহনের কারণে চ্যালেঞ্জের মুখে ট্রাফিক ব্যবস্থাপনা ২৪ ঘণ্টায়ও মহাসড়ক ছাড়েনি ডিইপিজেডের লেনী ফ্যাশনের শ্রমিকরা বুধবার সকালে ঢাকার বাতাসের মান ‘খুব অস্বাস্থ্যকর’ চীন সীমান্তের কাছে গুরুত্বপূর্ণ শহরের দখল নিল মিয়ানমারের বিদ্রোহীরা সুদানে গৃহযুদ্ধে নিহতের সংখ্যা আগের হিসাবকে বহুগুনে ছাড়িয়ে গেছে, বলছে গবেষণা চট্টগ্রামে আইনজীবী হত্যা : যৌথ বাহিনীর অভিযানে আটক ২০ শামীম ওসমানের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ‘গণহত্যার’ অভিযোগ নিহত আইনজীবীকে নিয়ে অপপ্রচার করছে ভারতীয় গণমাধ্যম : প্রেস উইং হিজবুল্লাহ-ইসরাইল অস্ত্র-বিরতি চুক্তি জয় দিয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরু করতে চায় টাইগ্রেসরা সহজ জয়ে সিরিজে সমতা পাকিস্তানের

সকল