ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপে জাতিসঙ্ঘকে যুক্তরাষ্ট্রের চাপ
- নয়া দিগন্ত অনলাইন
- ২৮ জুন ২০১৮, ১৪:৪৭
মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে ‘বিদ্বেষপূর্ণ আচরণের’ জন্য ইরানকে শায়েস্তা করতে যুক্তরাষ্ট্র বুধবার জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদের সদস্য ও সহযোগি দেশগুলোর প্রতি আহবান জানিয়েছে। তেহরানের সাথে ২০১৫ সালের সম্পাদিত পরমাণু চুক্তির বাস্তবায়ন বিষয়ে এক বৈঠকে এ আহবান জানানো হয়। খবর এএফপি’র।
জাতিসংঙ্ঘে নিযুক্ত মার্কিন সহকারি রাষ্ট্রদূত জনাথন কোহেন বলেন, ‘কোন দেশের সাথে সংঘাত হলে সেখানে ধারাবাহিকভাবে জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবের লঙ্ঘন করা হয়ে থাকে। আর এটা আমাদের অনুধাবন করা অনেক গুরুত্বপূর্ণ।’
তিনি জোর দিয়ে বলেন, ‘এ কারণেই আমরা এ অঞ্চলের দেশগুলোর সাথে ইরানের বিদ্বেষপূর্ণ আচরণের শাস্তি দিতে তেহরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপে আমাদের সাথে যোগ দিতে জাতিসঙ্ঘঙ্ঘ নিরাপত্তা পরিষদের সদস্য দেশগুলোর প্রতি আহবান জানাচ্ছি।’
ইরানের সাথে করা পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্র গত ৮ মে বেরিয়ে যাওয়ার ঘোষণা দেয়ার পর নিরাপত্তা পরিষদের এটি ছিল প্রথম বৈঠক।
সেখানে দেয়া বক্তব্যে কোহেন আবারো আন্তর্জাতিক অস্ত্র নিষেধাজ্ঞা আইন লঙ্ঘন করে ইয়েমেনে হুতি বিদ্রোহীদের কাছে ক্ষেপণাস্ত্র সরবরাহ করায় ইরানকে অভিযুক্ত করেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা