২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১, ২৩ শাবান ১৪৪৬
`

পেরুর ফুড কোর্টের ছাদ ধসে মৃতের সংখ্যা বেড়ে ৬

পেরুর ফুড কোর্টের ছাদ ধসে মৃতের সংখ্যা বেড়ে ৬ - ছবি : সংগৃহীত

পেরুর উত্তরাঞ্চলের একটি ব্যস্ততম শপিং সেন্টারের ফুড কোর্টের ছাদ ধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দ্বিগুণ হয়ে ছয়জনে দাঁড়িয়েছে। ওই দুর্ঘটনায় আরো ৭৮ জন আহত হয়েছে।

দেশটির কর্তৃপক্ষের উদ্ধৃতি দিয়ে শনিবার লিমা থেকে এএফপি এ খবর জানায়।

রাজধানী লিমা থেকে প্রায় ৫০০ কিলোমিটার উত্তরে দেশের তৃতীয় বৃহত্তম শহর ট্রুজিলোর রিয়েল প্লাজা শপিং কমপ্লেক্সে শুক্রবার সন্ধ্যায় ধসের ওই দুর্ঘটনায় ধ্বংসস্তূপে জীবিতদের খোঁজে অভিযান অব্যাহত রেখেছে দমকল কর্মী ও পুলিশবাহিনীর সদস্যরা।

স্থানীয় গণমাধ্যমের খবরে জানা যায়, দুর্ঘটনার সময় ফুড কোর্টে কয়েক ডজন পরিবার ছিল।

প্রতিরক্ষামন্ত্রী ওয়াল্টার আস্তুদিলোর উদ্ধৃতি দিয়ে রাষ্ট্রীয় গণমাধ্যম ‘আন্দিনা’ জানায়, মৃতের সংখ্যা তিন থেকে ছয়জনে দাঁড়িয়েছে এবং আহতের সংখ্যা ৭৮ জনে পৌঁছেছে।

প্রতিরক্ষামন্ত্রী আরো বলেন, আহতদের মধ্যে ৪৮জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।

এর আগে স্থানীয় সরকারি স্বাস্থ্য কর্মকর্তা আনিবাল মরিলো জানান, আহতদের মধ্যে ১০ জন শিশু।

দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি।

শপিং কমপ্লেক্সের পরিচালক গারলেট রদ্রিগেজ বলেছেন, ২০১৭ সালে ফুড কোর্টের ছাদটি স্থাপিত হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী জুয়ান হোসে সান্তিভানেজ জানান, ধসে পড়া ছাদের আয়তন আনুমানিক ৭০০ থেকে ৮০০ বর্গমিটার।
আঞ্চলিক জরুরি অপারেশন সেন্টারের মতে, স্থানীয় সময় রাত ৮টা ৪১ মিনিটে এই দুর্ঘটনা ঘটে। তবে প্রায় আধ ঘণ্টা পরে তা জানা যায়।
সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement
রাষ্ট্রীয়ভাবে ব্যাংক লুটের ঘটনা একমাত্র বাংলাদেশেই ঘটেছে : গভর্নর ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স ২য় বর্ষ পরীক্ষার ফল প্রকাশ ইলন মাস্ককে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধান উপদেষ্টার মৌলভীবাজারে জঙ্গল থেকে যুবকের লাশ উদ্ধার জাতীয় পতাকা নিয়ে হেঁটে দেশ ভ্রমণে দুই হাফেজ ‘রোহিঙ্গাদের প্রত্যাবর্তনে জাতিসঙ্ঘ স্পষ্ট রোডম্যাপ তৈরি করুক’ সোনারগাঁওয়ে এসির কম্প্রেসার বিস্ফোরণে দগ্ধ হয়ে দুই শ্রমিক নিহত জার্মান নির্বাচনে ভোটগ্রহণ শুরু ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসরদের বিচার করতে হবে : রফিকুল ইসলাম খান স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে পৃথক অধিদফতর গঠনের সুপারিশ ২৫ ফেব্রুয়ারিকে ‘জাতীয় শহীদ সেনা দিবস’ ঘোষণা

সকল