মেক্সিকোয় বাস দুর্ঘটনায় নিহত ৪১
- নয়া দিগন্ত অনলাইন
- ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১২:২৬
![](https://www.dailynayadiganta.com/resources/img/article/202502/19691056_141.jpg)
উত্তর আমেরিকার দেশ মেক্সিকোর দক্ষিণাঞ্চলে একটি বাস দুর্ঘটনায় কমপক্ষে ৪১ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির তাবাসকো প্রদেশের সরকার।
শনিবার ভোরে ছোট শহর এসকারসেগার কাছে এ দুর্ঘটনা ঘটে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে, বাসটি একটি ট্রেলারের সাথে সংঘর্ষের পর আগুনে সম্পূর্ণরূপে পুড়ে গেছে।
দুর্ঘটনাকবলিত বাসটির অপারেটর ট্যুরস অ্যাকোস্টা জানায়, কানকুন থেকে তাবাসকোগামী বাসটিতে ৪৮ জন যাত্রী ছিলেন। পথে একটি ‘ট্রেলারের’ সাথে এটির সংঘর্ষ হয়।
ট্যুরের অ্যাকোস্টা যোগ আরো জানায়, দুর্ঘটনার জন্য তারা গভীরভাবে দুঃখিত এবং তারা এর কারণ খুঁজে বের করার জন্য কর্তৃপক্ষের সাথে কাজ করছে। এছাড়াও বাসটি গতি সীমার মধ্যে চলছিল বলে জানায় তারা।
এদিকে নিহতদের শনাক্ত করার প্রচেষ্টাসহ উদ্ধার কর্মকাণ্ড অব্যাহত রয়েছে বলে জানিয়েছে তাবাসকো প্রাদেশিক সরকার।
তাবাসকোর সরকারের সেক্রেটারি রামিরো লোপেজ বলেন, কর্তৃপক্ষ শনিবার রাতে নিহতদের সংখ্যা এবং তাদের পরিচয় সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করবে।
সূত্র : বিবিসি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা