মেক্সিকোতে নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে ১০ বন্দুকধারী নিহত
- নয়া দিগন্ত অনলাইন
- ০৭ জানুয়ারি ২০২৫, ১৯:৫৬
মেক্সিকোর সহিংস গুনায়াতু রাজ্যে সোমবার নিরাপত্তা বাহিনীর সাথে গোলাগুলিতে ১০ জন বন্দুকধারী নিহত হয়েছে। এসময় আহত হয়েছেন পুলিশের তিন কর্মকর্তা।
সোমবার ভোরে মাদকচক্রের উৎপাদন শিল্প এলাকা হিসেবে পরিচিত গুয়ানাজিয়াতুর ইউরিরিয়া পৌর এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় কয়েকটি চুরি হওয়া গাড়ি এবং ব্যালিস্টিক ভেস্টসহ ১২টি অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।
গুয়ানাজুয়াতু রাজ্যের নিরাপত্তা বিভাগ প্রাথমিকভাবে আট বন্দুকধারীকে হত্যার কথা জানিয়েছিল। কিন্তু পরে তারা আরো দু’জনের গুলিবিদ্ধ লাশ পাওয়ার কথা জানায়।
মাদক-সংক্রান্ত সংঘর্ষে ২০০৬ সালের পর থেকে মেক্সিকোতে সাড়ে চার লাখের বেশি মানুষ প্রাণ হারিয়েছে। ২০০৬ সালে মেক্সিকো দেশটিতে মাদক নিয়ন্ত্রণে সেনাবাহিনী মোতায়েন করেছে।
সূত্র : বাসস
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা