০৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১, ৮ রজব ১৪৪৬
`

পুলিশি তদন্তের মধ্যে ব্রাজিল থেকে পালিয়ে গেল ইসরাইল সেনা

পুলিশি তদন্তের মধ্যে ব্রাজিল থেকে পালিয়ে গেল ইসরাইল সেনা - ছবি : পার্সটুডে

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধাপরাধ সংঘটনের দায়ে অভিযুক্ত ইসরাইলের এক সেনা ব্রাজিল থেকে পালিয়েছে। গাজায় ইসরাইলের চলমান আগ্রাসন ও গণহত্যার সময় ওই রিজার্ভ সেনা যুদ্ধাপরাধ করেছে বলে অভিযোগ রয়েছে।

গ্রেফতারের আদেশ থাকা সত্ত্বেও এ সেনা ব্রাজিল থেকে পালিয়ে যাওয়ার ব্যবস্থা করতে সক্ষম হয়েছে বলে ইসরাইলের সম্প্রচার মাধ্যম কেএএন খবর দিয়েছে। তবে কিভাবে ব্রাজিল থেকে এই সেনা পালিয়ে যাওয়ার সুযোগ পেল তা পরিষ্কার নয়।

এর আগে ব্রাজিলের একটি আদালত ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধাপরাধ সংঘটনের বিষয়ে তদন্ত করার জন্য পুলিশকে নির্দেশ দিয়েছিল। গাজায় ইসরাইলের চলমান আগ্রাসন ও গণহত্যায় ৪৫ হাজার ৭০০’র বেশি মানুষ নিহত হয়েছেন।

বেলজিয়ামভিত্তিক মানবাধিকার সংস্থা রজব হিন্দ ফাউন্ডেশন ব্রাজিল থেকে এই সেনার পালিয়ে যাওয়ার বিষয়ে সহায়তা করার জন্য ইসরাইল সরকারের নিন্দা করেছে।

সংস্থাটি বলেছে, যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত হওয়া এই সেনাকে বাঁচাতে ইসরাইল সরকার প্রাণপন চেষ্টা করেছে এবং তাকে ব্রাজিল থেকে চুরি করে নিয়ে গেছে। এছাড়া, এই সেনার বিরুদ্ধে যুদ্ধাপরাধের প্রমাণের তথ্যাদিও ধ্বংস করে ফেলা হয়েছে। ইসরাইল এর আগেও এই ধরনের কৌশলের আশ্রয় নিয়েছিল যা ব্রাজিলের সার্বভৌমত্ব এবং আইনের শাসন লঙ্ঘনের শামিল।

সূত্র : পার্সটুডে


আরো সংবাদ



premium cement