০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১, ৭ রজব ১৪৪৬
`

মেক্সিকোর বারে বন্দুকধারীর গুলিতে নিহত ৭

- ছবি : সংগৃহীত

মেক্সিকোর দক্ষিণ-পূর্বাঞ্চলের একটি বারে বন্দুকধারীর গুলিতে সাতজন নিহত এবং পাঁচজন আহত হয়েছে। দেশটিতে ধারাবাহিক সহিংসতার এটাই সর্বশেষ ঘটনা।

রোববার কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছেন।

মেক্সিকোর নিরাপত্তা ও নাগরিক সুরক্ষা সচিবালয় এক বিবৃতিতে জানিয়েছে, তাবাসকো রাজ্যের ভিলাহারমোসা শহরে শনিবার রাতে এ সহিংসতার ঘটনা ঘটে। অপরাধীদের ধরতে অভিযান শুরু হয়েছে।

মেক্সিকোর নিরাপত্তা ও নাগরিক সুরক্ষা সচিবালয় আরো জানায়, ভিডিও ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে এবং হামলাকারীদের শনাক্ত ও গ্রেফতার করতে রাজ্য ও ফেডারেল কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নিয়েছে এবং যৌথ টহল চালানো হচ্ছে।

প্রাথমিকভাবে নিহতের সংখ্যা পাঁচজন হলেও তাবাস্কোর পাবলিক প্রসিকিউটর অফিস পরে জানিয়েছে হামলায় আরো দু’জন মারা গেছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, বারটি অবৈধভাবে চালানো হচ্ছিল বলে।

স্থানীয় গণমাধ্যমের উদ্ধৃতি দিয়ে জানানো হয়েছে, অজ্ঞাত বন্দুকধারীরা ‘লা কাসিতা আজুল’ নামে পরিচিত বারে ঢুকে গ্রাহকদের ওপর গুলি চালায়। ঘটনাস্থলে রক্তাক্ত লাশ মেঝেতে পড়ে থাকতে দেখা যায়।

তাবাস্কো, যেখানে তেল উৎপাদনের সুবিধাগুলো রয়েছে, সাম্প্রতিক মাসগুলোতে অপরাধমূলক সহিংসতা বেড়েছে। গত নভেম্বরেও ভিলাএরমোসার একটি বারে বন্দুক হামলায় ছয়জন নিহত এবং ১০ জন আহত হন।

এর আগে, দুই সপ্তাহ আগে কেন্দ্রীয় অঞ্চলের কুয়েরেতারো শহরের একটি বারে হামলায় ১০ জন নিহত হয়।

একই সপ্তাহে মেক্সিকো সিটির শহরতলির একটি বারে বন্দুক হামলায় আরো ছয়জন নিহত হন।

সরকারি পরিসংখ্যান অনুসারে, ২০০৬ সালে মাদক পাচার রোধে সেনাবাহিনী মোতায়েনের পর থেকে মেক্সিকোতে মাদক সংশ্লিষ্ট সহিংসতায় চার লাখ ৫০ হাজার জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন।

সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement
হাসিনা-রেহানা-জয়-টিউলিপসহ ৭ জনের ব্যাংক হিসাব তলব ট্রাইব্যুনালে আন্তর্জাতিক মানদণ্ডে পরীক্ষিত ও স্বীকৃত বিচার হবে : অ্যাটর্নি জেনারেল ট্রাম্পের কেনার ইচ্ছা প্রকাশের পর গ্রিনল্যান্ড সফরে তার ছেলে চিকিৎসার জন্য লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়লেন খালেদা জিয়া মেসি ও সুয়ারেজের সাথে আবারো দেখা যাবে নেইমারকে! সাবেক ওসি নেজাম উদ্দিনকে মারধরের ঘটনায় পুলিশ অ্যাসোসিয়েশনের প্রতিবাদ সব পাঠ্যবই ছাপা কখন সম্ভব হবে? মিরসরাইয়ে আগুনে পুড়ল বসতঘর ও গবাদি পশু বিমানবন্দরে পৌঁছেছেন খালেদা জিয়া প্রধান উপদেষ্টার সাথে জামায়াত আমিরের বৈঠক সাবেক এমপি আবুল কালাম আজাদের নামে দুদকের মামলা

সকল