০১ জানুয়ারি ২০২৫, ১৭ পৌষ ১৪৩০, ১৮ জমাদিউস সানি ১৪৪৫
`

পেরু উপকূলে আছড়ে পড়ছে বিশালাকৃতির ঢেউ

- ছবি : সংগৃহীত

পেরুর উপকূলে ১৩ ফুট উচ্চতার বিশালাকৃতির ঢেউ আছড়ে পড়ছে। দৈত্যকার এই সামুদ্রিক ঢেউ এর কারণে সেদেশের বন্দরগুলো বন্ধ রয়েছে। খবর এএফপি’র।

পাশের দেশ ইকুয়েডরের উপকূলে একজনের মৃত্যু হয়েছে।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, জীবনহানীর আশঙ্কায় মধ্য ও উত্তর পেরুর উপকূলের অনেক সমুদ্র সৈকত বন্ধ রাখা হয়েছে। পেরুর জাতীয় জরুরি অভিযান কেন্দ্র সোস্যাল মিডিয়া এক্সে জানিয়েছে, দেশটির ১২১টি বন্দরের মধ্যে ৯১টি বন্ধ রাখা হয়েছে।

এই ঢেউ সেখানকার জেটি ও জনবসতি ডুবিয়ে দিয়েছে। মানুষকে উচ্চভূমিতে যেতে বাধ্য করছে। প্রতিবেশি ইকুয়েডরের দুর্যোগব্যবস্থাপনা জাতীয় সচিবালয় বলছে, উপকূলীয় শহর মান্তায় একজনের লাশ উদ্ধার করা হয়েছে।

রাজধানী লিমার কাছের ক্যালাও যেখানে দেশটির গুরুত্বপুর্ণ বন্দর আছে তা বন্ধ করা হয়েছে। পর্যটকদের সৈকতে যেতে নিষেধ করা হচ্ছে। এছাড়া জেলেদেরকে সমুদ্রে মাছ ধরা থেকে বিরত থাকতে বলা হয়েছে।

নৌবাহিনীর ক্যাপ্টেন এনরিক ভারেয়া টেলিভিশন চ্যানেল এনকে বলেছেন, পেরু উপকূলের এই ঢেউয়ের উৎপত্তি হাজার কিলোমিটার দূরে আমেরিকার উপকূলে। যেখানকার সমুদ্রপৃষ্ঠে সৃষ্ট অবিরাম বাতাসের ফলে এই ঢেউয়ের উৎপত্তি।

সূত্র : এএফপি


আরো সংবাদ



premium cement