০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২২ মাঘ ১৪৩১, ৫ শাবান ১৪৪৬
`

ব্রাজিলে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩২

ব্রাজিলে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩২ -

ব্রাজিলের দক্ষিণ-পূর্বাঞ্চলে একটি মহাসড়কে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে অন্তত ৩২ জন নিহত হয়েছে।

স্থানীয় সময় শনিবার ভোরে মিনাস গেরাইস রাজ্যের লাজিনহা শহরের কাছে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ফায়ার সার্ভিস জানিয়েছে, এ দুর্ঘটনায় ৩২ থেকে ৩৫ জন নিহত হয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এছাড়া ১৩ জনকে তেওফিলো ওতোনি শহরের হাসপাতালে নেয়া হয়েছে।

বাসটি সাও পাওলো থেকে যাত্রা শুরু করে এবং এতে ৪৫ জন যাত্রী ছিল।

কর্তৃপক্ষ জানিয়েছে, বাসটির একটি টায়ার বিস্ফোরিত হওয়ার পর চালক নিয়ন্ত্রণ হারায়। পরে বাসটির সাথে একটি ট্রাকের সংঘর্ষ হয়। একই সময়ে একটি গাড়িও বাসের সাথে ধাক্কা লাগে। তবে গাড়ির তিন যাত্রী বেঁচে যান।

কর্তৃপক্ষ আরো জানিয়েছে, দুর্ঘটনার পর নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।

মিনাস জেরাইসের গভর্নর রোমেউ জেমা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) জানিয়েছেন, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় তিনি রাজ্য সরকারের ‘পূর্ণ সক্রিয়তা’ নিশ্চিত করেছেন।

তিনি বলেছেন, ‘আমরা চেষ্টা করছি যাতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এই শোক কাটিয়ে উঠতে মানবিক সহায়তা পায়, বিশেষ করে বড়দিনের ঠিক আগে এই ট্র্যাজেডি সবাইকে মর্মাহত করেছে।’
সূত্র : আল-জাজিরা


আরো সংবাদ



premium cement
শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসনের দায়িত্ব সরকারকে নিতে হবে : ডা. তাহের শিক্ষার সাথে নৈতিকতার সংযোগ না ঘটলে মানুষ হওয়া যায় না : ধর্ম উপদেষ্টা দেশকে ৪ প্রদেশে ভাগ করার সুপারিশ ফ্যাসিবাদের পতন হওয়ায় স্বাধীনভাবে কথা বলতে পারছি : উপদেষ্টা ফরিদা সেনাবাহিনী প্রধানের সাথে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফের সাক্ষাৎ ঘিওরে মাদরাসা শিক্ষিকার গলাকাটা লাশ উদ্ধার গোপালগঞ্জে পরিবারের আপত্তিতে শহীদ আরাফাতের লাশ উত্তোলন করা হয়নি শতাধিক অবৈধ অভিবাসীকে ভারতে পৌঁছে দিলো মার্কিন উড়োজাহাজ সাবেক এমপি ফজলে করিমকে ১৬ ফেব্রুয়ারি ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ শাহজাদপুরে নৌকা ডুবি, নিখোঁজ ১ সুদমুক্ত ঋণে গাড়ি কেনার সুবিধা বাতিলের সুপারিশ

সকল