১৮ জানুয়ারি ২০২৫, ০৪ মাঘ ১৪৩১, ১৭ রজব ১৪৪৬
`

ইকুয়েডরে সড়ক দুর্ঘটনায় নিহত ১৬ : উদ্ধারকারী সংস্থা

ইকুয়েডরে সড়ক দুর্ঘটনায় নিহত ১৬ : উদ্ধারকারী সংস্থা - ছবি : প্রতীকী

দক্ষিণ ইকুয়েডরে শুক্রবার একটি বাসের সাথে অন্য একটি গাড়ির সংঘর্ষে কমপক্ষে ১৬ জন নিহত এবং আটজন আহত হয়েছে।

উদ্ধারকারী কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

ইসিইউ ৯১১ অ্যাজেন্সি সামাজিক যোগাযোগ মাধ্যম হোয়াটসঅ্যাপে জানায়, পেরুর সীমান্তবর্তী ইকুয়েডরের লোজা প্রদেশে এ দুর্ঘটনা ঘটে এবং এখন পর্যন্ত ১৬ জন নিহত এবং আটজন আহত হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মী, জাতীয় পুলিশ এবং জনস্বাস্থ্য মন্ত্রনালয় ইউনিটগুলো এ ঘটনার ওপর কাজ করছে।

স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, বিপরীত দিক থেকে আসা একটি গাড়ির সাথে বাসটির সংঘর্ষ হয় এবং উল্টে যায়। ইকুয়েডরে মৃত্যুর প্রধান কারণগুলোর মধ্যে সড়ক দুর্ঘটনা একটি।

সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement