২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১, ১৮ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

উরুগুয়ের বৃহত্তম কারাগারে আগুনে পুড়ে ৬ বন্দীর মৃত্যু

উরুগুয়ের বৃহত্তম কারাগারে আগুনে পুড়ে ৬ বন্দীর মৃত্যু - সংগৃহীত

উরুগুয়ের রাজধানী মন্টেভিডিওর উপকণ্ঠের এক কারাগারে আগুন লেগে ছয় বন্দীর মৃত্যু হয়েছে।

বুধবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে মন্টেভিডিও থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।

ল্যাটিন আমেরিকার দেশটির সবচেয়ে বড় কারাগার সান্তিয়াগো ভাজকুয়েজ পেনটেনশিয়ারিতে আগুন লাগার কারণ জানা যায়নি। মন্ত্রণালয় বলেছে, ছয়টি পোড়া লাশ একটি তালাবদ্ধ কক্ষে পাওয়া গেছে। অন্যান্য সেলগুলো খোলা ছিল।

এতে আরো বলা হয়, পাশের সেল থেকে একজন বন্দীকে চিকিৎসার জন্য কারা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

২০২৩ সালের ডিসেম্বরেও একই কারাগারে আগুন লেগে ছয়জনের মৃত্যু হয়। রাষ্ট্রীয় পরিসংখ্যান অনুসারে, ল্যাটিন আমেরিকার সর্বোচ্চ কারাবন্দীত্বের হার উরুগুয়েতে এবং বিশ্বের দশম-সর্বোচ্চ।
সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement