২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

রাজধানীতে মেট্রোরেলের আরো দু’টি রুট হচ্ছে

-

ঢাকায় মেট্রোরেলের আরো দু’টি নতুন রুটে হচ্ছে। বিমানবন্দর থেকে কমলাপুর রেলস্টেশন এবং হেমায়েতপুর থেকে ভাটারা পর্যন্ত ট্রেন চলাচল করবে। এসব রুটের কোথাও পাতাল, আবার কোথাও এলিভেটেড লাইন হবে। এ জন্য সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ প্রায় এক লাখ কোটি টাকার দু’টি আলাদা প্রকল্প প্রস্তাব দিয়েছে পরিকল্পনা কমিশনে।
এর মধ্যে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা) ঋণ হিসেবে দেবে ৬৮ হাজার ৫৬৭ কোটি ৩৭ লাখ টাকা। বাকি টাকা সরকারের তরফ থেকে জোগান দেয়া হবে। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদন পেলে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড এ বছরের মধ্যেই কাজ শুরু করবে। ২০২৮ সালের ডিসেম্বরের মধ্যে কাজ শেষ হবে। রুট দু’টি নির্মাণে পরামর্শক খাতে ব্যয় ধরা হয়েছে প্রায় তিন হাজার ৪৩৪ কোটি ৪৫ লাখ টাকা।
পরিকল্পনা সচিব মো: নূরুল আমিন বলেন, ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট (লাইন-১)’ এবং ‘ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট (লাইন-৫) নর্দার্ন রুট’ শীর্ষক প্রকল্প দুটির প্রক্রিয়াকরণ শেষ হয়েছে। আগামী একনেক সভায় উপস্থাপন হবে বলে আশা করছি।
সূত্র জানায়, রাজধানী ঢাকা বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ শহর। এ শহরে ২০০১ সালে নিবন্ধিত যানবাহনের সংখ্যা ছিল ২০ হাজার ৬০০টি। জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে ২০১৩ সালের হিসাবে যানবাহন বেড়ে দাঁড়িয়েছে এক লাখ ৯৫ হাজার ৪০০টিতে। কিন্তু সে তুলনায় রাস্তার সংখ্যা বাড়েনি। ফলে যানজট দুর্বিষহ আকার ধারণ করেছে। চলমান সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনার সাথে সঙ্গতি রেখে সরকার ২০১৬ সালের ২৯ আগস্ট রিভাইস স্ট্র্যাটেজিক ট্রান্সপোর্ট প্লান (আরএসটিপি) অনুমোদন করে। সেখানে রাজধানীর যানজট দূর করতে পাঁচটি এমআরটি লাইন তৈরির পরিকল্পনা নেয়া হয়েছে। এর মধ্যে এমআরটি লাইন-৬ (উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত) এর কাজ চলছে। জুলাই পর্যন্ত সার্বিক অগ্রগতি হয়েছে ৩০ দশমিক ৫ শতাংশ। অগ্রাধিকার প্রকল্প হিসেবে এ দু’টি রুটের প্রস্তাব করা হয়েছে।
সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য (সিনিয়র সচিব) ড. শামসুল আলম বলেন, ঢাকার অসহনীয় যানজন কমাতে মেট্রোরেলের বিকল্প নেই। প্রতিদিন যানজটের কারণে শত শত কর্মঘণ্টা নষ্ট হচ্ছে। অর্থনৈতিকভাবে ব্যাপক ক্ষতি হচ্ছে। সে হিসেবে রুট দু’টি চালু হলে কম সময়ে বেশি মানুষ একসাথে পরিবহন করা সম্ভব হবে। ফলে যানজট আর থাকবে না।
অর্থনীতিবিদ ও বিশ্বব্যাংক ঢাকা অফিসের সাবেক লিড ইকোনমিস্ট ড. জাহিদ হোসেন বলেন, রাজধানীর যানজট কমাতে মেট্রোরেল নির্মাণের সিদ্ধান্ত খুবই প্রশংসনীয়। কিন্তু সময়মতো প্রকল্পের কাজ শেষ করা, রেল পরিচালনার ব্যবস্থাপনা ঠিক রাখা এবং পরিচালনার জন্য দক্ষ জনবলের চ্যালেঞ্জ রয়েছে। সেই সাথে প্রকল্প বাস্তবায়ন করতে গিয়ে যাতে দুর্নীতি না হয় সে দিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। ঠিকাদার নির্বাচনে সতর্ক হতে হবে।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সূত্র জানায়, বিমানবন্দর থেকে কমলাপুর রেল স্টেশন, নতুন বাজার থেকে পূর্বাচল ডিপো পর্যন্ত এমআরটি লাইন-১ রুটটি বাস্তবায়নে ব্যয় হবে ৫২ হাজার ৫৬১ কোটি টাকা। এর মধ্য সরকারের নিজস্ব তহবিল থেকে ১৩ হাজার ১১১ কোটি ১১ লাখ টাকা এবং জাইকার ঋণ থেকে ৩৯ হাজার ৪৫০ কোটি ৩২ লাখ টাকা ব্যয় হবে। অনুমোদন পেলে চলতি বছর থেকে ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যে বাস্তবায়নের লক্ষ্য রয়েছে। ৩১ দশমিক ২৪ কিলোমিটার এ রুটে ১৯ দশমিক ৮৭ কিলোমিটার তৈরি হবে মাটির নিচে এবং বাকি ১১ দশমিক ৩৬ কিলোমিটার হবে এলিভেটেড। এর স্টেশনগুলোর মধ্যে ১২টি থাকবে মাটির নিচে এবং সাতটি থাকবে এলিভেটেড। এটি বাস্তবায়নে বিভিন্ন ক্ষেত্রে পরামর্শক ব্যয় হবে এক হাজার ৩৯০ কোটি টাকা।
এ দিকে হেমায়েতপুর থেকে আমিনবাজার-গাবতলী-মিরপুর-১, মিরপুর ১০-কচুক্ষেত-বনানী-গুলশান ২-নতুনবাজার হয়ে ভাটারা পর্যন্ত এমআরটি লাইন-৫ নির্মাণ প্রকল্পে ব্যয় হবে ৪১ হাজার ২৩৮ কোটি ৫৪ লাখ টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে ১২ হাজার ১২১ কোটি এবং জাইকার ঋণ থেকে ২৯ হাজার ১১৭ কোটি টাকা ব্যয় হবে। অনুমোদন পেলে চলতি বছর থেকে ২০২৮ সালের ডিসেম্বরের মধ্যে এটি বাস্তবায়নের লক্ষ্য রয়েছে। এর আওতায় নর্দার্ন রুটের জন্য ২০ কিলোমিটার মেট্রোরেল তৈরি হবে। তার মধ্যে সাড়ে ১৩ কিলোমিটার হবে পাতাল এবং সাড়ে ছয় কিলোমিটার হবে এলিভেটেড। এ রুটে ১৪টি স্টেশনের মধ্যে ৯টি মাটির নিচে আর পাঁচটি হবে এলিভেটেড। পরামর্শক ব্যয় ধরা হয়েছে দুই হাজার ৪৪ কোটি ৪৫ লাখ টাকা।
ষ আহমেদ ইফতেখার


আরো সংবাদ



premium cement
ট্রাফিক আইন লঙ্ঘন করায় ডিএমপিতে ১,৮৪২ মামলা বন্দরে অহিংস গণঅভ্যুত্থান কর্মসূচিতে যাওয়ার পথে বাস আটক যাত্রাবাড়ীতে সংঘর্ষে ৩ শিক্ষার্থী নিহতের দাবি কলেজ কর্তৃপক্ষের রাস্তায় নয়, ন্যায্য দাবি নিয়ে আমার কাছে এসো : শিক্ষা উপদেষ্টা ৪০ বছর পর শ্মশানের জমি বুঝে পেল হিন্দু ধর্মাবলম্বীরা প্রধান বিচারপতি ঘোষিত বিচার বিভাগ সংস্কারের রোডম্যাপ বাস্তবায়নের অগ্রগতি প্রতিবেদন প্রকাশ শিক্ষার্থীদের সংঘর্ষ : যাত্রাবাড়ী-ডেমরায় বিজিবি মোতায়েন বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের আন্দোলনে হামলাকারী নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার ঢাকা থেকে খুলনা পর্যন্ত পরীক্ষামূলক ট্রেন চালু অন্তর্বর্তী সরকারের সাথে বিএনপির কোনো মতপার্থক্য নেই : তারেক রহমান পার্থে ইতিহাস গড়ল ভারত, পাত্তাই পায়নি অস্ট্রেলিয়া

সকল