জাতীয় আসবাব মেলা অনুষ্ঠিত
- ২৪ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০
‘আমার দেশ আমার আশা, দেশীয় ফার্নিচারে সাজাবো বাসা’ এই ভাবনা নিয়ে গত ১৭ সেপ্টেম্বর রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি সেন্টারে (আইসিসিবি) শুরু হয়েছিল পাঁচ দিনব্যাপী জাতীয় আসবাব মেলা। ১৬তমবারের এই আয়োজনে দেশীয় প্রতিষ্ঠানের ১৮২টি স্টল ছিল। এই আয়োজনে দেশীয় আসবাবশিল্পের ছোট বড় প্রায় সব প্রতিষ্ঠানেরই দেখা মিলেছে। হাতিল কমপ্লেক্স, আখতার ফার্নিচার, এথেন্স ফার্নিচার ও হক ডেকোর, লিগ্যাসি ফার্নিচার, মাজিদা ফার্নিচার, পারটেক্স ফার্নিচার, নাদিয়া ফার্নিচার, ওমেগা হোম সল্যুশন ও উড আর্টসহ আরো বহু প্রতিষ্ঠানের স্টলে আসবাবের পাশাপাশি ছিল ঘর সাজানোর উপকরণও।
নাদিয়া, হাতিল, অথেনটিক, লিগ্যাসিসহ আরও কয়েকটি প্রতিষ্ঠান নতুন পণ্যের সাথে বেডসেট এনেছে। এতে একই সাথে স্বল্পমূল্যে গৃহসজ্জার প্রয়োজনীয় সব কিছুই ছিল। স্টলগুলোর বিপণন কর্মীদের সাথে কথা বলে জানা যায়, আসবাবগুলোর বেশির ভাগই মেহেগুনি ও সেগুন কাঠ দিয়ে তৈরি। কিছু কিছু আসবাব তৈরি হয়েছে বিচ ও বার্মিজ কাঠ দিয়ে।