২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩১, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

রাজধানীতে বিশ্ব পারিবারিক চিকিৎসক দিবস পালিত

-

বিশ্ব পারিবারিক চিকিৎসক দিবস উপলক্ষে প্রাভা হেলথ সম্প্রতি একটি র্যালির আয়োজন করে। র্যালিটি বনানীতে অবস্থিত প্রাভা ফ্যামিলি হেলথ সেন্টার বা প্রাভা পারিবারিক স্বাস্থ্যকেন্দ্র থেকে শুরু হয়। প্রাভা হেলথের ফ্যামিলি মেডিসিন ডাক্তার এবং স্বাস্থ্যকর্মীর পাশাপাশি র্যালিতে উপস্থিত ছিলেন নার্স ও ফ্লেবোটমিস্ট, সিনিয়র ম্যানেজমেন্ট ও প্রাভা হেলথ টিমের সদস্যরা। সেই সাথে অংশগ্রহণ করেছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সাধারণ জনগণ। পারিবারিক ডাক্তাররা সব বয়সের রোগীর সার্বিক স্বাস্থ্যসেবায় বিশেষভাবে দক্ষ। একজন পারিবারিক চিকিৎসক একজন সাধারণ রোগীর ৮০ থেকে ৯০ শতাংশ স্বাস্থ্যগত সমস্যার সমাধান দিতে পারেন। তারা ডায়াবেটিস ও হৃদরোগের মতো জটিল ও দীর্ঘমেয়াদি রোগ নির্ণয় এবং চিকিৎসার পাশাপাশি ব্যাধি পরিলক্ষিত হওয়ার আগেই তা প্রতিরোধে নিয়মিত হেলথ চেক বা স্বাস্থ্য পরীক্ষা, টিকাদান এবং দৈনন্দিন জীবনাচরণ পরিবর্তনে পরামর্শ দেয়ার কাজ করে থাকেন। একজন পারিবারিক চিকিৎসকের সাথে সেবা আদান-প্রদানের নিরবচ্ছিন্ন সম্পর্ক স্থাপনের অর্থ হচ্ছে রোগীরা ব্যক্তিগতভাবে পরিচিত একজন চিকিৎসককে পান, যে কি না রোগী ও রোগীর পরিবারের সদস্যদের স্বাস্থ্যসংক্রান্ত ইতিহাস এবং লক্ষ্যের সাথে পরিচিত।
প্রাভা হেলথের প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা সিলভানা সিনহা বলেন, পারিবারিক চিকিৎসক দিবসে আমরা আমাদের স্বাস্থ্যসেবা ব্যবস্থায় পারিবারিক চিকিৎসকের গুরুত্বপূর্ণ ভূমিকা সম্পর্কে সচেতনতা তৈরি করতে চাই। রোগী ও ডাক্তারের মধ্যকার সুসম্পর্ক তৈরিতে প্রাভার ফ্যামিলি মেডিসিন ডাক্তাররা আমাদের দেশের জনগণের জন্য এই সেবা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে চলেছে।

 

 


আরো সংবাদ



premium cement
জামায়াতের সাথে ইইউ অন্তর্ভূক্ত ৮টি দেশের প্রতিনিধিদের বৈঠক মনিরামপুরে শ্রমিক দলের সভাপতির উপর হামলা ‘যৌক্তিক সময়ের মধ্যে সুষ্ঠু নির্বাচন চায় বিএনপি’ দেশব্যাপী দীর্ঘস্থায়ী শ্বাসজনিত রোগে ভুগছে ৬৫ লাখ মানুষ গ্রেড-১ এ পদোন্নতি পেলেন প্রাণিসম্পদ অধিদফতরের ডিজি ডা. রেয়াজুল হক ‘বড় কোনো পরিকল্পনা না থাকলে এক দিনে এতগুলো ঘটনা ঘটতো না’ জুলুমের দায়ে মতিউর রহমান ও মাহফুজ আনামকে পদত্যাগ করতে হবে : হেফাজত আমির স্বর্ণের দাম ভরিতে ১,৮৯০ টাকা কমেছে খালেদা জিয়ার সাথে সৌদি রাষ্ট্রদূতের বৈঠক মাওলানা আতাহার আলীকে বাদ দিয়ে দেশের ইতিহাস রচিত হতে পারে না : ধর্ম উপদেষ্টা ‘মানবিক সমাজ বিনির্মাণে কাজ করে যাচ্ছে বিএনপি’

সকল