২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

বিজিএমইএ ভবন ভাঙার কাজ এ মাসেই শুরু হতে পারে

-

হাতিরঝিলে বিজিএমইএ ভবনটি ভাঙার কাজ এ মাসেই শুরু হতে পারে বলে জানিয়েছে, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। তবে সনাতন না সর্বাধুনিক পদ্ধতিতে ভাঙা হবে, তা এখনো চূড়ান্ত হয়নি। রাজউক ইতোমধ্যেই যেসব উদ্যোগ নিয়েছে, তাতে ভবন ভাঙার জন্য হাতুড়ি পিটিয়ে বা সনাতন পদ্ধতির দিকেই ঝোঁক বেশি।
অবৈধ ঘোষণা দিয়ে বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রফতানিকারক অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) ভবন ভাঙতে চলতি বছরের ১২ এপ্রিল পর্যন্ত সময় দেন আদালত। গত ১৬ এপ্রিল সন্ধ্যা সোয়া ৭টার দিকে ভবনটির বিভিন্ন কার্যালয় সিলগালা করে দেয় রাজউক। বিজিএমইএ ভবন ভাঙার বিষয়ে দরপত্র আহ্বান করে গত ১৭ ডিসেম্বর (রাজউক) সংবাদপত্রে বিজ্ঞপ্তি দেয়। দরপত্র জমা দেয়া পাঁচ ঠিকাদারি প্রতষ্ঠান হচ্ছে সালাম অ্যান্ড ব্রাদার্স, ফোরস্টার এন্টারপ্রাইজ, পিঅ্যান্ডএস এন্টারপ্রাইজ, চন্দ্রপুরী এন্টারপ্রাইজ ও সামিয়া এন্টারপ্রাইজ। এদের মধ্যে এক কোটি ৭০ লাখ টাকার সর্বোচ্চ দরদাতা হয় সালাম অ্যান্ড ব্রাদার্স। ইতোমধ্যে দরপত্র আহ্বান করে ঠিকাদারি প্রতিষ্ঠান চূড়ান্তও করা হয়েছে। ভাঙা বাবদ ঠিকাদার রাজউককে এক কোটি ৭০ লাখ টাকা দেবে। আর সর্বাধুনিক পদ্ধতিতে ভাঙা হলে খরচ হবে ১৩ কোটি টাকা। ভাঙার খরচ বহন করবে বিজিএমইএ। রাজউক ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্রে এ তথ্য পাওয়া যায়।
গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম বলেন, কোনো পদ্ধতিতে ভাঙা হবে, সে সিদ্ধান্ত এখনো হয়নি। যেহেতু এটি একটি বড় বিষয়, সরকারের শীর্ষ পর্যায়ে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।
রাজউকের চেয়ারম্যান মো: আবদুর রহমান বলেন, দেশীয় প্রতিষ্ঠানকেই প্রথম সুযোগ দেয়া হচ্ছে। তবে সর্বাধুনিক বা নিয়ন্ত্রিত বিস্ফোরকের মাধ্যমে (কন্ট্রোলড ডিমোলিশন) ভাঙা হলে ভবনের রড, বাথরুম ফিটিংসসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী কাজে লাগানো যাবে না। এ বিষয়টিও ভাবা হচ্ছে। যেভাবেই ভাঙা হোক, কোনো প্রাণহানির ঘটনা ঘটবে না, এমন নিশ্চয়তা দেয়া যায়। নিয়ন্ত্রিত বিস্ফোরকের সাহায্যে যদি এই ভবন ভাঙতে হয়, তা হলে খরচ হবে কমপক্ষে ১৩ কোটি টাকা।
বিজিএমইএ ভবনের বিষয়ে আদালতের আদেশ ছিল, রাজউক ভবনটি ভাঙবে, খরচ বহন করবে বিজিএমইএ। সর্বাধুনিক পদ্ধতি কাজে লাগানো না হলে বিজিএমইএকে ১৩ কোটি টাকা দিতে হবে না। এ বিষয়ে বিজিএমইএর ভাইস প্রেসিডেন্ট ফয়সাল সামাদ বলেন, আদালতের আদেশ অনুযায়ী বিজিএমইএ অবশ্যই খরচ বহন করত। তবে ভবনটি গুঁড়িয়ে দেয়ার জন্য বিস্ফোরক ব্যবহার করা হলে পরিবেশগত ক্ষতির প্রচুর আশঙ্কা থাকবে।
১৬তলা বিজিএমইএ ভবন সনাতন পদ্ধতিতে ভাঙার বিষয়ে যুক্তি দেখিয়ে হাতিরঝিলের অন্যতম প্রকল্প পরিচালক, রাজউকের প্রধান প্রকৌশলী রায়হানুল আবেদীন বলেন, ভবনটিতে দুই লাখ ৬৬ হাজার বর্গফুট জায়গা রয়েছে। ভেতরে আছে কয়েক কোটি টাকার রড, বাথরুম ফিটিংসসহ নানা মূল্যবান সামগ্রী। চলতি মাসেই ভবনটি ভাঙার কাজ শুরুর সিদ্ধান্ত রয়েছে। সবকিছু পরিষ্কার করার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানকে তিন মাসের সময় বেঁধে দেয়া হবে।
তবে সনাতন পদ্ধতিতে ভাঙার ঝুঁকিও আছে। ২০০৮ সালে অপরিকল্পিতভাবে সনাতন পদ্ধতিতে র্যাংগস ভবন ভাঙা হয়। তখন ভাঙতে গিয়ে ১১ শ্রমিকের প্রাণহানি ঘটে। সে সময়ে প্রতিদিন দেড় শ’ শ্রমিক কাজ করে ছয় মাসে ১০ তলা র্যাংগস ভবন ভাঙতে সক্ষম হন।
বিজিএমইএ ভবন ভাঙার বিষয়ে সর্বোচ্চ দরদাতা সালাম অ্যান্ড ব্রাদার্সের চেয়ারম্যান আবদুস সামাদ তালুকদার বলেন, বিজিএমইএ ভবন ভাঙার সময়ে কোনো শ্রমিকের একটি হাতও যেন না ভাঙে, সে বিষয়ে তারা সতর্ক থাকবেন। প্রতিদিন ৫০ জন শ্রমিক কাজ করবেন।

 


আরো সংবাদ



premium cement
পৃথক বিচার বিভাগীয় সচিবালয় স্থাপনে দ্বৈত শাসনের অবসান হবে ফলোঅন স্বস্তির পর বাংলাদেশের ইনিংস ঘোষণা শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান সরকারের ইসকন নেতা চিন্ময়কৃষ্ণ ব্রহ্মচারীকে বিমানবন্দর থেকে গ্রেফতার ব্যাটারির অটোরিকশা চলতে পারবে ঢাকা মহানগরে শ্রীলঙ্কা, কেনিয়া ও বাংলাদেশ বিদ্যুৎ চুক্তি খতিয়ে দেখায় দুশ্চিন্তায় আদানি বাধার মুখেই ইসলামাবাদমুখী ইমরান সমর্থকরা, গ্রেফতার সহস্রাধিক খালেদা জিয়ার বাসভবনে সৌদি রাষ্ট্রদূত প্রাথমিক শিক্ষা মনিটরিংয়ে পুনর্জীবিত হচ্ছে পরিবীক্ষণ ইউনিট নিষিদ্ধকালীন সময়ে ভারতীয় জেলেরা অনুপ্রবেশ করে মাছ ধরছে : উপদেষ্টা সরকারের পতন ঘটাতে পরিকল্পিত তাণ্ডব ফ্যাসিবাদীদের

সকল