২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

২৪ শিল্পীর যৌথ প্রদর্শনী

-

দেশের নানা প্রজন্মের শিল্পীর কাজের পসরা সাজিয়ে বসেছে গ্যালারি কায়া। ঢাকার গ্যালারিগুলোর মধ্যে এই গ্যালারির স্বতন্ত্র বৈশিষ্ট্যের জন্য সুনাম রয়েছে। এবার সেই ধারাবাহিকতা বজায় রেখেই ২৪ শিল্পীর অংশগ্রহণে দলীয় প্রদর্শনীর আয়োজন করেছে গ্যালারি কায়া। চারকোল, প্যাস্টেল এবং পেনসিলে আঁকা ছবির আয়োজন এটি। শিরোনাম ট্যাক্টটাইল। গত শনিবার বিকেলে এ প্রদর্শনীর উদ্বোধন করেন স্থপতি শামসুল ওয়ারেস ও সাবেক অ্যাটর্নি জেনারেল ফিদা এম কামাল। সঞ্চালনা করেন কায়ার পরিচালক শিল্পী গৌতম চক্রবর্তী।
বেশির ভাগ ছবিই সাম্প্রতিক সময়ে আঁকা হলেও প্রদর্শনীতে ষাটের দশক থেকে অতিসম্প্রতি বাংলাদেশের শিল্পীদের চিত্রকর্ম চর্চায় গঠনমূলক পরিবর্তনের ছাপ দেখতে পাওয়া যায়। কারণ, ২৪ জন শিল্পীর ৫৪টি কাজ প্রদর্শিত হচ্ছে। যেখানে জ্যেষ্ঠতম শিল্পী ১৯৩২ সালে জন্ম নেয়া শিল্পী মুর্তজা বশীরের কাজ যেমন রয়েছে, তেমনি রয়েছে ১৯৮৬ সালে জন্ম নেয়া শাহনুর মামুনের ছবি। রয়েছে সমরজিৎ রায়চৌধুরী, মুহাম্মদ ইউনুস, হামিদুজ্জামান খান, হাশেম খান, রফিকুন নবী, রণজিৎ দাস, আব্দুস শাকুর শাহ, কাজী রকিব, আহমেদ শামসুদ্দীন, নাজলি লায়লা মুনসুর, শেখ আফজাল হোসেন, মুহাম্মদ ইকবাল, রেজাউন নবী, জামাল আহমেদ প্রমুখের কাজ। এই প্রদর্শনীটি আগামী ১১ মে পর্যন্ত চলবে।

 


আরো সংবাদ



premium cement