স্বাধীনতা দিবস উপলক্ষে ফ্রি মেডিক্যাল ক্যাম্প
- মো: নজরুল ইসলাম
- ০২ এপ্রিল ২০১৯, ০০:০০
মহান স্বাধীনতা দিবস ২০১৯ উপলক্ষে এসো কুরআন শিখি সংগঠনের উদ্যোগে ১৫৩, আজিমপুর চায়না বিল্ডিংয়ের গলি, ঢাকাতে দিনব্যাপী এক ফ্রি মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হয়। ওই মেডিক্যাল ক্যাম্পে শিশু, গাইনি ও মেডিসিন-বিষয়ক শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসাসেবা দেয়া হয়। এতে অংশগ্রহণ করেন বিশিষ্ট গাইনি রোগ বিশেষজ্ঞ ডা: কাজী তাসলিমা, শিশুরোগ বিশেষজ্ঞ ডা: মো: মনির হোসেন এবং মেডিসিন বিশেষজ্ঞ ডা: মো: মাহমুদুল হাসান। ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট চক্ষু রোগ বিশেষজ্ঞ প্রফেসর ডা: মো: শরীফুল ইসলাম ভূঁঁইয়া, প্রধান পৃষ্টপোষক এসো কুরআন শিখি। এ ছাড়াও পুরান ঢাকার বিন্দু সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে লালবাগ রোডের গ্রিনল্যান্ড মডেল স্কুলে দিনব্যাপী এক রক্ত সংগ্রহ ও রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচির আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিন্দু সমাজ কল্যাণ সংস্থার কর্ণধার মো: মোবারক হোসেন। অনুষ্ঠান উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী হাজী মো: আতাউর রহমান। এ ছাড়াও ওই অনুষ্ঠানে আলোচনা করেন বিশিষ্ট ব্যাংকার ও ইসলামী চিন্তাবিদ মায়েন উদ্দিন আকবরী, ইঞ্জিনিয়ার মো: নজরুল ইসলাম, মো: আল আমিন হোসেন প্রমুখ। ওই কর্মসূচিতে প্রায় দুই শতাধিক মানুষ তাদের রক্তের গ্রুপ নির্ণয় ও ২৪ ব্যাগ রক্ত সংগ্রহ করা হয়।