২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

অটোমেশনের আওতায় আসছে ঢাকা বিশ্ববিদ্যালয়

-

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও শাহজালাল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অনেক আগেই অটোমেশনের কাজ শুরু করেছে। এর ফলে প্রাতিষ্ঠানিক কার্যক্রমের পাশাপাশি শিক্ষার্থীদের অনেক কাজ সহজ হয়েছে। এসব দিক থেকে পিছিয়ে ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়। কারণ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা কার্যক্রম ও প্রশাসনিক কার্যক্রম ম্যানুয়েল পদ্ধতিতে চলছে। এর ফলে প্রতিনিয়তই ভোগান্তি পোহাতে হচ্ছে শিক্ষার্থীদের। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পরীক্ষা কার্যক্রম এখনো অটোমেশনের আওতায় আসেনি। আশার খবর হলো, পুরনো পদ্ধতি পাল্টে ঢাবি প্রশাসন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সেলের (আইসিটি) অধীনে শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম পর্যায়ক্রমে অটোমেশনের আওতায় নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে। পরীক্ষা পদ্ধতির অনলাইন করা নিয়ে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক ড. আসিফ জানিয়েছেন, পরীক্ষার সময় শিক্ষার্থীদের একবার হল, বিভাগ ও ব্যাংকে যেতে হয়। আমরা এটা নিয়ে কাজ শুরু করব। একটা ড্যাশবোর্ডে শিক্ষার্থীদের কোর্স সংশ্লিষ্ট বিষয়, তার ক্লাসে উপস্থিতির হারও সেখানে নির্ধারিত থাকবে। আর শিক্ষকেরাও অনলাইনের মাধ্যমে রেজাল্ট জমা দেবেন। তা হলে এক ঘণ্টার মধ্যে শিক্ষার্থীদের ফল তৈরি করা সম্ভব। পাশাপাশি আগের রেজাল্টও সংরক্ষিত থাকবে।
এ ছাড়াও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রথমবারের মতো ডাটাবেজ তৈরি করেছে আইসিটি সেল। যেখানে প্রত্যেক শিক্ষার্থীর নাম, সেশন, বিভাগ ও হল সম্পর্কিত তথ্য রয়েছে। ডাকসু নির্বাচনকে সামনে রেখে এটি প্রস্তুত করা হয়েছে। যেখান থেকে ভোটার তালিকা তৈরি করা হবে। তথ্যপ্রযুক্তি সেবা নিশ্চিত করতে ২০১৭ সালে ঢাবিতে চালু হয় আইসিটি বিভাগ। এই বিভাগ প্রতিষ্ঠার পর পরিকল্পনা গ্রহণ করা হয়। যার মধ্যে বিশ্ববিদ্যালয়ের হিসাব বিভাগ, প্রশাসন বিভাগ ও পরীক্ষা কার্যক্রম অটোমেশনের পরিকল্পনা অন্যতম।

 


আরো সংবাদ



premium cement