সিয়েরা লিওনে ভবন ধসে নিহত ৮
- নয়া দিগন্ত অনলাইন
- ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১২:০৫
সিয়েরা লিওনের রাজধানী ফ্রিটাউনে একটি সাততলা ভবন ধসে কমপক্ষে আটজন নিহত হয়েছে।
সোমবার এ দুর্ঘটনা ঘটে উল্লেখ করে দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা (এনডিএমএ) জানায়, ধ্বংসস্তূপ থেকে ছয়জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এখনো অনেক বাসিন্দা আটকা পড়ে আছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ভবনটি আবাসিক ও বাণিজ্যিক কাজে ব্যবহার করা হতো।
এদিকে, আটকে পড়াদের উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে এনডিএমএ এবং অন্যান্য উদ্ধারকারীরা। পাশাপাশি বিপর্যয়ের কারণ অনুসন্ধান শুরু করেছে এনডিএমএ কর্তৃপক্ষ।
অযোগ্য ঠিকাদার এবং নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের সাথে সম্পর্কিত ঝুঁকি সম্পর্কে জনসচেতনতা বাড়াতে সংস্থাটির প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন এনডিএমএর মহাপরিচালক ব্রিমা সেসে।
সূত্র : ইউএনবি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা