১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১, ১৫ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

সুদানে আধা-সামরিক বাহিনীর হামলায় ৪০ বেসামরিক নাগরিক নিহত

সুদানে আধা-সামরিক বাহিনীর হামলায় ৪০ বেসামরিক নাগরিক নিহত - ছবি : সংগৃহীত

সুদানের মধ্যাঞ্চলীয় একটি গ্রামে আধা-সামরিক র‌্যাপিড সাপোর্ট ফোর্সের (আরএসএফ) হামলায় রোববার কমপক্ষে ৪০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে।

বেসরকারি গ্রুপ আবু গৌতা প্রতিরোধ কমিটির এক বিবৃতিতে বলা হয়েছে, সুদানের ‘গেজিরা রাজ্যের আবু গৌতা এলাকার গৌজ আল-নাকা গ্রামে আরএসএফের হামলায় কমপক্ষে ৪০ জন বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছে।’

এতে আরো বলা হয়েছে, গ্রামে বেশ কয়েকটি মৃতদেহ পড়ে আছে, কারণ ওই হামলার সময় প্রাণ ভয়ে গ্রাম ছেড়ে পালিয়ে যাওয়া লোকজনকে লাশগুলো দাফন করতে ফিরে আসতে বাধা দিচ্ছে আরএসএফ।

কমিটি স্থানীয় বাসিন্দাদের গ্রামে প্রবেশ করতে এবং লাশগুলো দাফন করার সুযোগ দিতে সুশীল সমাজের বিভিন্ন সংগঠনকে আরএসএফের উপর চাপ সৃষ্টির আহ্বান জানিয়েছে।
আরএসএফ এ হামলার বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি।

সুদানের সশস্ত্র বাহিনী (এসএএফ) রাজ্যের রাজধানী ওয়াদ মাদানি থেকে প্রত্যাহার করার পর আরএসএফ ২০২৩ সালের ডিসেম্বরে গেজিরা রাজ্যের নিয়ন্ত্রণ নেয়।

২০২৩ সালের ১৫ এপ্রিল থেকে সুদানে এসএএফ এবং আরএসএফের মধ্যে সহিংস সংঘাত ছড়িয়ে পড়ে এবং তাদের মধ্যে সংঘর্ষের ফলে দেশটিতে কমপক্ষে ১৬,৬৫০ জন প্রাণ হারিয়েছে এবং লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে।
সূত্র : সিনহুয়া


আরো সংবাদ



premium cement