বিদ্যুৎ বিচ্ছিন্ন কেনিয়ার বড় অংশ
- নয়া দিগন্ত অনলাইন
- ৩১ আগস্ট ২০২৪, ১২:৫৫
কেনিয়ার রাজধানী নাইরোবিসহ কেনিয়ার বৃহৎ অংশে শুক্রবার বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। কেনিয়ার প্রধান বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা এ কথা জানিয়েছে।
কেনিয়া পাওয়ার অ্যান্ড লাইটিং কোম্পানি (কেপিএলসি) এক বিবৃতিতে বলেছে, নর্থ রিফ্ট এবং পশ্চিম অঞ্চলের কিছু অংশ ছাড়া জাতীয় নেটওয়ার্কের সমস্ত অঞ্চল বিদ্যুতবিহীন অবস্থায় রয়েছে।
বিবৃতিতে বলা হয়, ‘আমরা যেকোনো অসুবিধার জন্য দুঃখিত এবং আমাদের গ্রাহকদের ধৈর্য ধরার জন্য অনুরোধ করছি কারণ, আমরা যত তাড়াতাড়ি সম্ভব স্বাভাবিক অবস্থা পুনরুদ্ধারের কাজ করছি।’
রাত সাড়ে ৯টার দিকে (১৮৩০ জিএমটি) বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার পর হতাশ কেনিয়ানরা সোশ্যাল মিডিয়ায় তাদের ক্ষোভ প্রকাশ করতে থাকেন।
কেনিয়া বিমানবন্দর কর্তৃপক্ষ এক্স-এ জানিয়েছে, ব্যাক-আপ পাওয়ার সিস্টেম এবং জেনারেটর চালু করার কারণে নাইরোবির একটি প্রধান আঞ্চলিক যাত্রী সেবা এবং পণ্য পরিবহন কেন্দ্র জোমো কেনিয়াত্তা আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইটগুলো চলাচলে বিঘ্ন ঘটেনি।
কেনিয়াতে স্থানীয় ব্ল্যাকআউটগুলো মোটামুটি সাধারণ কিন্তু দেশটি সম্প্রতি বড় আকারের বিদ্যুৎ বিচ্ছিন্নতার শিকার হয়েছে।
সূত্র : এএফপি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা