চাদে ভয়াবহ বন্যায় অর্ধশতাধিক মানুষের মৃত্যু
- নয়া দিগন্ত অনলাইন
- ১৬ আগস্ট ২০২৪, ২২:১৮
চাদের উত্তরাঞ্চলীয় প্রদেশ তিবেস্তিতে টানা বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যায় অন্তত ৫৪ জনের মৃত্যু হয়েছে।
তিবেস্তি প্রদেশের গভর্নর মাহামাত তোচি চিদি বলেন, গত শুক্রবার থেকে শুরু হওয়া বৃষ্টিপাত বুধবার পর্যন্ত অব্যাহত থাকায় বাড়িঘর ধ্বংস হয়ে গেছে।
প্রদেশটিতে বন্যায় ৫০ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) দেশটির সামাজিক কর্মকাণ্ড, জাতীয় সংহতি ও মানবিক বিষয়ক মন্ত্রী ফাতিম বুকার কোসেই বলেছেন, বাস্তুচ্যুতদের আশ্রয় দিতে অস্থায়ী আশ্রয়কেন্দ্র তৈরি করা হয়েছে।
জাতিসঙ্ঘের মানবিক বিষয়ক সমন্বয় কার্যালয় জানিয়েছে, মে মাসের মাঝামাঝি থেকে চাদে বন্যা দেখা দিয়েছে, যা এরই মধ্যে ২ লাখ ৪৫ হাজার মানুষকে ক্ষতিগ্রস্ত করেছে।
সংস্থাটি গত সপ্তাহে জানায়, মুষলধারে বৃষ্টিপাত ও ভয়াবহ বন্যায় দেশটিতে এরই মধ্যে ৪০ জনের মৃত্যু হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা