লিবিয়া উপকূল থেকে ১২৪ অভিবাসী উদ্ধার
- নয়া দিগন্ত অনলাইন
- ১০ আগস্ট ২০২৪, ২১:৫৫
পশ্চিম লিবিয়ার উপকূল থেকে ১২৪ জন অভিবাসীকে উদ্ধার করেছে দেশটির কোস্টগার্ড।
শুক্রবার (৯ আগস্ট) ত্রিপোলি থেকে প্রায় ৬০ কিলোমিটার পূর্বে গারাবুলির কাছে নৌকাটি সাগরে ডুবে যাওয়ার পরপরই অভিবাসীদের উদ্ধার করা হয়।
কোস্টগার্ড ওইসব অভিবাসীদের উদ্ধারের তারিখ সুনির্দিষ্টভাবে না জানালেও বিভিন্ন দেশের অভিবাসীদের ত্রিপোলির একটি বন্দরে নিয়ে অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণ বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছে।
২০১১ সালে মুয়াম্মার গাদ্দাফি সকারের পতনের পর থেকে ক্রমাগত নিরাপত্তাহীনতা ও অশান্তি বেড়ে চলেছে লিবিয়ায়। এর ফলে লিবিয়াসহ আফ্রিকার অন্যান্য দেশ থেকে অভিবাসনপ্রত্যাশীরা ভূমধ্যসাগর পেরিয়ে ইউরোপীয় উপকূলের দিকে যাওয়ার চেষ্টা করে।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) জানিয়েছে, চলতি বছর এখন পর্যন্ত ১২ হাজার ৫৮৪ জন অভিবাসীকে লিবিয়া উপকূলে আটক করা হয়েছে।
সূত্র : ইউএনবি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা