২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ন ১৪৩০, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ইথিওপিয়ায় ২০২৪ সালে মানবিক দায়িত্ব পালনকালে নিহত ৫০ ত্রাণকর্মী

ইথিওপিয়ায় ২০২৪ সালে মানবিক দায়িত্ব পালনকালে নিহত ৫০ ত্রাণকর্মী - ছবি : সংগৃহীত

ইথিওপিয়ায় ২০২৪ সালে মানবিক দায়িত্ব পালনকালে প্রায় ৫০ ত্রাণকর্মী নিহত হয়েছে। জাতিসঙ্ঘের বিশ্ব খাদ্য কর্মসূচি এ কথা জানিয়েছে।

রোববার ইথিওপিয়া-বিষয়ক প্রকাশিত এক রিপোর্টে সংস্থাটি বলেছে, পূর্ব আফ্রিকান দেশটির বিভিন্ন এলাকায় অনিরাপদ পরিস্থিতির কারণে মানবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।

এদিকে চলতি বছরের ফেব্রুয়ারিতে জাতিসঙ্ঘের মানবিক-বিষয়ক সমন্বয়কারী অফিস (ইউএনওসিএইচএ) জানিয়েছে, ২০১৯ সাল থেকে ইথিওপিয়ায় ৪৬ ত্রাণকর্মী নিহত হয়েছে। এদের মধ্যে ৩৬ জন ইথিওপিয়ার উত্তরাঞ্চলে সহিসংতার কারণে প্রাণ হারায়।

বিশ্ব খাদ্য কর্মসূচি তার সর্বশেষ প্রকাশিত এই প্রতিবেদনে তহবিল সঙ্কটের কারণেও ইথিওপিয়ায় মানবিক কার্যক্রম বিঘ্নিত হচ্ছে বলে উল্লেখ করেছে।

সংস্থাটি আন্তর্জাতিক দাতা দেশসমূহের কাছে জরুরি ভিত্তিতে তহবিল সরবরাহের আবেদন জানিয়েছে।

আগামী ছয় মাসে দেশটিতে মানবিক কার্যক্রমের জন্যে সংস্থাটির ৩৭ কোটি ৪০ লাখ মার্কিন ডলার সহায়তা প্রয়োজন।
সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement