২৫ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১, ২২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

এএনসি সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর ঐক্যের আহ্বান প্রেসিডেন্টের

প্রেসিডেন্ট সিরিল রামাফোসা - ছবি : এএফপি

আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস (এএনসি) সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর দলটির শীর্ষ নেতা প্রেসিডেন্ট সিরিল রামাফোসা রাজনৈতিক দলগুলোর প্রতি ঐক্যের আহ্বান জানিয়েছেন। রোববার (৩ জুন) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, দেশের ভালোর জন্য সকল রাজনৈতিক দলগুলোকে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট রামাফোসা।

রোববার ঘোষিত ফলাফলে সংখ্যালঘু শ্বেতাঙ্গ শাসনের অবসান ঘটিয়ে ৩০ বছর আগে ক্ষমতায় আসা এএনসি এবার সবচেয়ে খারাপ ফলাফল করেছে। আফ্রিকার স্বাধীকার আন্দোলনের সবচেয়ে পুরোনো এই দলটিকে এক সময় নেতৃত্ব দিয়েছেন অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা।

বেকারত্ব, অসমতা আর অব্যাহত লোডশেডিংয়ে বিরক্ত ভোটাররা দেশটির পার্লামেন্ট নির্বাচনে এএনসিকে ভোট দেয়া থেকে ব্যাপকহারে বিরত থাকে। ফলে দলটি এবার ভোট পায় ৪০ দশমিক ২ শতাংশ। অথচ এর আগে ২০১৯ সালের নির্বাচনে দলটি ভোট পেয়েছিল ৫৭ দশমিক ৫ শতাংশ।

অপরদিকে প্রধান বিরোধী দল ডেমোক্রেটিক এলায়েন্স পেয়েছে ২১ দশমিক ৬ শতাংশ ভোট। এছাড়া এএনসির সাবেক নেতা জ্যাকব জুমার নেতৃত্বাধীন নতুন দল এমকে পার্টি পেয়েছে ১৪ দশমিক ৭০ শতাংশ ভোট। মূলত এএনসির ভোটগুলোই নিয়ে নেয় এমকে পার্টি।

ঘোষিত ফলাফল অনুসারে, দেশটির জাতীয় পরিষদের ৪০০টি আসনের মধ্যে এএনসি পেয়েছে ১৫৯টি আসন। এর আগের নির্বাচনে তাদের আসন সংখ্যা ছিল ২৩০টি।

নির্বাচন কমিশনের চূড়ান্ত ফলাফল ঘোষণার পর সিরিল রামাফোসা বলেন, ‘দক্ষিণ আফ্রিকার মানুষ মনে করে যে যাদের তারা ভোট দিয়েছে তারা নিজেদের মধ্যে বিভেদ ভুলে অভিন্ন লক্ষ্য খুঁজে পায় এবং সবার ভালোর জন্য যেন একসাথে কাজ করে।’

রামাফোসা নির্বাচনের জয়কে গণতন্ত্রের জয় হিসেবে উল্লেখ করে বলেন, ‘আমাদের সবার সামনে এখন সময় এসেছে দক্ষিণ আফ্রিকাকে সামনে এগিয়ে নেয়ার।’

এ সময় তিনি এই নির্বাচনকে গণতন্ত্রের বিজয় বলেও আখ্যা দেন।

সূত্র : আল জাজিরা


আরো সংবাদ



premium cement