২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ন ১৪৩০, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

জিবুতি উপকূলে অভিবাসী নৌকাডুবি, ৩৮ জনের মৃত্যু

জিবুতি উপকূলে অভিবাসী নৌকাডুবি, ৩৮ জনের মৃত্যু - ছবি : সংগৃহীত

জিবুতি উপকূলে অভিবাসীবোঝাই একটি নৌকা ডুবে গেলে অন্তত ৩৮ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে নারী ও শিশুসহ অভিবাসী ও উদ্বাস্তুরা রয়েছেন। জাতিসঙ্ঘ অভিবাসন সংস্থা এই তথ্য দিয়ে বলেছে, মৃতদের লাশ উদ্ধার করা হয়েছে।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) মঙ্গলবার এক এক্স পোস্টে জানায়, আরো অন্তত ছয়জন নিখোঁজ রয়েছেন। তারা মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। উপকূলীয় রক্ষীদের সহায়তায় ২২ জন আফ্রিকান দেশটিতে ওঠতে সক্ষম হয়েছেন বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন।


আইওএম জানিয়েছে, ২০১৪ সাল থেকে 'ইস্টার্ন রুট' দিয়ে পাড়ি দিতে গিয়ে প্রায় এক হাজার লোক মারা গেছেন বা নিখোঁজ হয়েছেন। ইথিওপিয়া, সোমালিয়া ও জিবুতির অভিবাসীরা ইয়েমেন হয়ে অন্যান্য আরব দেশের মধ্য দিয়ে চলাচল করে থাকে।

উন্নত জীবিকার সন্ধানে বিপদ সত্ত্বেও ক্রমবর্ধমান হারে লোকজন এসব রুট ব্যবহার করে থাকেন।

ফেব্রুয়ারিতে সংস্থা জানায়, ২০২৩ সালে ইস্টার্ন রুট ব্যবহার করে প্রায় চার লাখ অভিবাসী তাদের গন্তব্যে পাড়ি জমিয়েছে।

আফ্রিকা মহাদেশের দক্ষিণে আরেকটি রুট রয়েছে। জাতিসঙ্ঘ এটাকে আরো বিপজ্জনক ও জটিল রুট মনে করে। ওই রুট দিয়ে পাড়ি দিয়েছে ৮০ হাজার লোক।

আর ২০২৩ সালে নারী ও শিশুসহ অন্তত ৬৯৮ জন জিবুতি থেকে এডেন উপসাগর দিয়ে ইয়েমেন হয়ে সৌদি আরব যাওয়ার সময় মারা গেছেন।

সূত্র : আল জাজিরা


আরো সংবাদ



premium cement