২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ন ১৪৩০, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

তিউনিসিয়ায় বিরোধী নেতাকে হত্যার দায়ে ৪ জনের মৃত্যুদণ্ড

তিউনিসিয়ায় বিরোধী নেতাকে হত্যার দায়ে ৪ জনের মৃত্যুদণ্ড - ছবি : সংগৃহীত

তিউনিসিয়ার বিরোধী দলীয় নেতা চোকরি বেলাইদকে হত্যার দায়ে চারজনকে মৃত্যুদণ্ড এবং দু’জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে।

বুধবার দেশটির সন্ত্রাসবিরোধী বিচার বিভাগীয় ডেপুটি পাবলিক প্রসিকিউটর এ কথা জানান।

বামপন্থী বেলাইদকে হত্যার অভিযোগে মোট ২৩ জনকে অভিযুক্ত করা হয়েছিল। তিনি তৎকালীন ক্ষমতাসীন ইসলামপন্থী দল এন্নাহদার কঠোর সমালোচক ছিলেন। বেলাইদকে তার বাড়ির বাইরে নিজের গাড়িতে হত্যা করা হয়েছিল।

অন্য আসামিদের দুই থেকে ১২০ বছরের সাজা দেয়া হয়। এ মামলায় পাঁচজনকে খালাস দেয়া হয়েছে।
সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement