২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ন ১৪৩০, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

আফ্রিকায় চীনা শ্রমিকের সংখ্যা এখন সর্বনিম্ন পর্যায়ে

আফ্রিকায় চীনা শ্রমিকের সংখ্যা এখন সর্বনিম্ন পর্যায়ে - ছবি : সংগৃহীত

আফ্রিকাজুড়ে চীনা শ্রমিকের সংখ্যা ব্যাপকভাবে কমে গেছে। বর্তমানে প্রায় এক যুগের মধ্যে মহাদেশটিতে চীনা শ্রমিকের সংখ্যা সর্বনিম্ন পর্যায়ে রয়েছে বলে চীনের ন্যাশনাল ব্যুরো অব স্ট্যাটিসটিক্সের উদ্ধৃতি দিয়ে ভয়েস অব আমেরিকা জানিয়েছে।

উল্লেখ্য, ২০১৫ সালে আফ্রিকায় চীনা শ্রমিকের সংখ্যা ছিল ২,৬৩,৬৯৬ জন। আর ২০২২ সালে তা কমে হয়েছে ৮৮,৩৭১ জন।

জন্স হপকিন্স ইউনিভার্সিটির চায়না আফ্রিকা রিসার্চ ইনিশিয়েটিভের বিশ্লেষণে বলা হয়েছে, এর একটি কারণ হলো করোনা মহামারী। মহামারীর কারণে আফ্রিকা থেকে চীনা শ্রমিকরা দেশে ফিরে গিয়েছিল। এরপর সেখানে ফেরা আবার শুরু হয় ২০২৩ সালের প্রথম দিকে।

বিশেষজ্ঞরা আরো যেসব কারণের কথা বলছেন সেগুলোর মধ্যে রয়েছে তেলের দাম, চীনা নেতা শি জিনপিংয়ের বৈশ্বিক বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের ব্যাপকতা কমে যাওয়া। উল্লেখ্য, এই প্রকল্পের আওতায় আফ্রিকাজুড়ে ব্যাপক নির্মাণকাজ চলছিল।

প্রকল্পগুলো চালু হলে আবার শ্রমিকের সংখ্যা পূর্বের অবস্থায় ফিরবে কিনা এমন প্রশ্রে জবাবে চায়না আফ্রিকা রিসার্চ ইনিশিয়েটিভের দেবোরাহ ব্রাউটিগাম বলেন, এটা বলা যাচ্ছে না। তবে আগের অবস্থায় ফেরার সম্ভাবনা খুবই কম।

এক হিসাবে দেখা যায়, ২০২২ সালে আফ্রিকার ৫টি দেশে চীনা শ্রমিক ছিল সবচেয়ে বেশি। এই ৫ দেশ হলো আলজেরিয়া, অ্যাঙ্গোলা, মিসর, নাইজেরিয়া ও গণপ্রজাতান্ত্রিক কঙ্গো।

আলজেরিয়া এবং অ্যাঙ্গোলা থেকে সবচেয়ে বেশি শ্রমিক কমেছে। আবার ২০১৬ সালে এই দুই দেশেই সবচেয়ে বেশি শ্রমিক ছিল। ২০১১৬ সালে আলজেরিয়ায় ৯১ হাজার এবং অ্যাঙ্গোলায় ৫০ হাজার শ্রমিক ছিল। ২০২২ সালে দেশ দুটিতে শ্রমিক ছিল মাত্র ৭ হাজার করে।
সূত্র : এএনআই


আরো সংবাদ



premium cement
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ ফেনী সীমান্তে ৪ কোটি ১৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ আওয়ামী অত্যাচারে দীর্ঘ ১২ বছর দেশে আসতে পারিনি : সেলিম রেজা ‘সমন্বয়ক’ দাবি করা আহত সোহেলকে ভুয়া বলল ছাত্রদল সিলেটে অস্ত্র ও মাদকসহ নারী গ্রেফতার শান্তি প্রতিষ্ঠায় ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হবে : শাহজাহান কপ-২৯ : ঝুঁকিপূর্ণ দেশগুলোকে ২০০ মিলিয়ন বরাদ্দ দিতে ইইউ’র সমর্থন চাইল বাংলাদেশ আইসিসির পরোয়ানা : গ্রেফতার হবেন ইসরাইলের প্রধানমন্ত্রী? ছাত্র জমিয়তের ময়মনসিংহ জেলা কমিটি গঠন সবার আগে নির্বাচনী সংস্কার দরকার : এ্যানি হাসিনার নেয়া প্রতিটি রক্তের ফোটার বিচার হবে : ইসহাক খন্দকার

সকল