কেনিয়ায় কারখানায় বিস্ফোরণে নিহত ২
- নয়া দিগন্ত অনলাইন
- ০২ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:৫৮
কেনিয়ায় একটি গ্যাস রিফিলিং কারখানায় আগুনে দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে আরো ১৬৫ জন।
শুক্রবার স্থানীয় কর্মকর্তারা এই খবর জানিয়েছেন। এর আগে বৃহস্পতিবার মাঝরাতে কেনিয়ার রাজধানী নাইরোবিতে এ দুর্ঘটনা ঘটে।
এ বিষয়ে পুলিশ কমিশনার অ্যাডামসন বুনগেই জানিয়েছেন, ‘ এ ঘটনায় কমপক্ষে ১৬৫ জন আহতকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
অন্যদিকে, কেনিয়ার রেড ক্রস জানিয়েছে, ‘আহতের সংখ্যা ৩০০ পর্যন্ত হতে পারে।’
কেন আগুন লাগলো?
কেনিয়ায় এই কারখানায় গ্যাস সিলিন্ডারে তখন গ্যাস রিফিলের কাজ চলছিল। সেই সময় আগুন লাগে। বিস্ফোরণ হয়। তাই এত মানুষ আহত হয়েছেন। কেন আগুন লাগলো তা জানা যায়নি। আগুন ও বিস্ফোরণে বাড়ির খুব বেশি ক্ষতি হয়েছে।
পুলিশ প্রধান জানিয়েছেন, ‘যে দুইজন মারা গেছেন, তার মধ্যে একজন অপ্রাপ্তবয়স্ক। মৃতের সংখ্যাও আরো বাড়তে পারে।’
দমকলের কর্মীরা এখনো আগুন নেভানোর কাজে ব্যস্ত। কারখানা থেকে কালো ধোঁয়া উঠতে দেখা যাচ্ছে।
সূত্র : ডয়চে ভেলে
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা