২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩০, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

আঞ্চলিক অর্থনৈতিক জোট থেকে সরে গেল মালি, বুর্কিনা ফাসো ও নাইজার

- ছবি : এপি

পশ্চিম আফ্রিকার আঞ্চলিক অর্থনৈতিক জোট ইসিওডব্লিউএএস থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে মালি, বুর্কিনা ফাসো ও নাইজার। রোববার (২৯ জানুয়ারি) দেশগুলো এক যৌথ বিবৃতিতে এই ঘোষণা দেয়।

ইসিওডব্লিউএএস-এর পূর্ণরূপ হলো, ইকোনমিক কমিউনিটি অব ওয়েস্ট আফ্রিকান স্টেটস। পশ্চিম আফ্রিকার দেশগুলোর আর্থসামাজিক উন্নয়নে এই জোট কাজ করে।

বিবৃতিতে দেশগুলো অভিযোগ করে, তাদের দেশে সন্ত্রাসবাদ ও নিরাপত্তাহীনতার বিরুদ্ধে লড়াইয়ে আঞ্চলিক এই জোট প্রয়োজনীয় সহায়তা দেয়নি। বরং জোটটি তাদের বিরুদ্ধে ‘বেআইনি, অবৈধ, অমানবিক ও দায়িত্বজ্ঞানহীন নিষেধাজ্ঞা’ আরোপ করেছে।

এ সময় আঞ্চলিক জোটটির কর্মকাণ্ডকে পশ্চিম আফ্রিকার সদস্যদেশগুলোর জন্য ক্রমেই হুমকি হয়ে উঠছে বলেও মন্তব্য করে তারা।

তারা অভিযোগ করে, জোট প্রতিষ্ঠার প্রায় ৫০ বছর পার হতে চললো। এখন জোটটি প্রতিষ্ঠাকালীন আদর্শ এবং প্যান-আফ্রিকানিজম থেকে দূরে সরে গেছে। একইসাথে তারা বিদেশী শক্তির প্রভাবে এর প্রতিষ্ঠাতাকালীন নীতি লঙ্ঘন করে চলেছে।

এদিকে, ইসিওডব্লিউএএস এক বিবৃতিতে জানিয়েছে, দেশগুলোর সরে দাঁড়ানোর সিদ্ধান্ত সম্পর্কে তাদেরকে অবহিত করা হয়নি।

সূত্র : এপি


আরো সংবাদ



premium cement