সুদান সংঘাত থামাতে কেনিয়ায় বেয়ারবক
- নয়া দিগন্ত অনলাইন
- ২৬ জানুয়ারি ২০২৪, ১৯:০১
কেনিয়ায় পৌঁছেছেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক। সৌদি আরব হয়ে কেনিয়া পৌঁছেছেন তিনি।
বৃহস্পতিবার কেনিয়ায় গিয়ে পৌঁছেছেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী। সেখানে সুদান সমস্যা নিয়ে তার একাধিক বৈঠক করার কথা। তবে কেনিয়ার রাস্তায় তাকে সৌদি আরবে দাঁড়াতে হয়েছে। যদিও তার পরিকল্পনায় সৌদি আরব ছিল না। জিবুটি হয়ে কেনিয়া ঢোকার কথা ছিল তার। কিন্তু ইরিত্তিয়া শেষমুহূর্তে জানিয়ে দেয় তাদের আকাশসীমা ব্যবহার করা যাবে না। ফলে সূচি বদলে সৌদি আরবে নামতে হয় বেয়ারবককে।
সৌদি থেকে কেনিয়া পৌঁছেছেন তিনি। সেখানে সুদানের সংঘাত নিয়ে আলোচনা করবেন তিনি। কীভাবে দ্রুত এই সংঘাত বন্ধ করা যায়, তা নিয়ে আলোচনা হওয়ার কথা।
বস্তুত, সুদানে সেনাপ্রধানের সাথে লড়াই হচ্ছে তারই ডেপুটি তথা আরএসএফ সেনার প্রধানের। দুইপক্ষই ক্ষমতা দখল করতে চাইছে। গত বেশ কিছু মাস ধরে এই লড়াই চলছে। ঘটনায় অসংখ্য মানুষের মৃত্যু হয়েছে। দেশ ছেড়ে পালিয়ে গেছেন অন্তত ৭৫ লাখ মানুষ। এই পরিস্থিতিতে দ্রুত এই সংঘাত বন্ধ করা প্রয়োজন।
আফ্রিকার দেশগুলো দীর্ঘদিন ধরেই এই সংঘাত থামানোর চেষ্টা করছে। একাধিকবার যুযুধান দুইপক্ষের সাথে আলোচনা করা হয়েছে। কিন্তু লড়াই থামেনি।
বেয়ারবক জানিয়েছেন, আফ্রিকান ইউনিয়ন এবং ইন্টারগভর্নমেন্টাল অথরিটি অন ডেভেলপমেন্টকেও (আইজিএডি) এই প্রক্রিয়ায় অংশ নিতে হবে। সুদানের সংঘাত থামাতে তাদের বিশেষ ব্যবস্থা নিতে হবে। আইজিএডি-র সদস্য আফ্রিকার প্রায় সব দেশ। তার মধ্যে উল্লেখযোগ্য ইরিত্তিয়া, ইথিওপিয়া, সোমালিয়া, সুদান, সাউথ সুদান এবং উগান্ডা। এছাড়া কেনিয়া এবং জিবুতি আছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা