০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১, ৪ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

নির্বাচনে জালিয়াতির অভিযোগ এনে গ্যাবন দখলে নিলো সেনাবাহিনী

নির্বাচনে জালিয়াতির অভিযোগ এনে গ্যাবন দখলে নিলো সেনাবাহিনী - সংগৃহীত

মধ্য আফ্রিকার দেশ গ্যাবন দখলে নিয়েছে দেশটির সেনাবাহিনী। নির্বাচনে জালিয়াতির অভিযোগ এনে এক অভ্যুত্থানের মাধ্যমে তারা এ ক্ষমতার দখল নেয়।

বুধবার দেশটির জাতীয় নির্বাচনী কর্তৃপক্ষ গ্যাবনের প্রেসিডেন্ট আলী বোঙ্গো ওন্দিম্বাকে তৃতীয় মেয়াদে পুননির্বাচিত ঘোষণা করার কিছুক্ষণ পরেই সেনাবাহিনী এ অভ্যুত্থান ঘটায়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, সেনা কর্মকর্তারা টেলিভিশনে ঘোষণা দিয়েছেন, গত শনিবার (২৬ আগস্ট) যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেটি সুষ্ঠু হয়নি যার কারণে ‘প্রজাতন্ত্রের সমস্ত প্রতিষ্ঠান’ বিলুপ্ত করার ঘোষণা দেয়া হয়েছে।

সেনা কর্মকর্তারা দেশটির টিভি চ্যানেল গ্যাবন ২৪-কে বলেছেন, ‘আমরা বর্তমান শাসনের অবসান ঘটিয়ে শান্তি রক্ষা করার সিদ্ধান্ত নিয়েছি’।

এর আগে গ্যাবনের প্রেসিডেন্ট আলী বোঙ্গো ওন্দিম্বা শনিবারের নির্বাচনে ৬৪.২৭ শতাংশ ভোট পেয়ে তৃতীয় মেয়াদে পুননির্বাচিত হয়েছেন বলে ঘোষণা দেয় দেশটির নির্বাচনী কর্তৃপক্ষ। তিনি দীর্ঘ ১৪ বছর ধরে দেশটির ক্ষমতায় রয়েছেন।

রাষ্ট্রীয় টেলিভিশনে গ্যাবন নির্বাচন কেন্দ্রের চেয়ারম্যান মিশেল স্টিফেন বন্ডা বলেন, প্রথম দফার ভোটে বোঙ্গো তার প্রধান প্রতিদ্বন্দ্বী আলবার্ট ওন্ডো ওসাকে পরাজিত করেন। এ দফার নির্বাচনে ওসা ৩০.৭৭ শতাংশ ভোট পেয়েছেন। নির্বাচনে মোট ৫৬.৬৫ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
সূত্র : আল-জাজিরা


আরো সংবাদ



premium cement
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন : তাজুল ইসলাম চিফ প্রসিকিউটর আবুধাবির কারাগার থেকে দেশে ফিরেছেন ১৪ বীর কোনাবাড়ীতে কলেজছাত্রকে গুলি করে হত্যা : কনস্টেবল গ্রেফতার অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্তগুলো যৌক্তিক : ফখরুল ‘একটি চক্র জামায়াত আমিরের বক্তব্য নিয়ে অপপ্রচার চালাচ্ছে’ অস্ত্র জমা দেয়নি শামীম ওসমান ও গাজী পরিবার এবি পার্টির উপদেষ্টার পদ ছাড়লেন ব্যারিস্টার রাজ্জাক কর্মকর্তাদের তালিকা চাওয়া নিয়ে বিতর্কে মন্ত্রণালয়ের দুঃখ প্রকাশ আশুলিয়ায় শ্রমিক দলের সমাবেশে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৫ রূপগঞ্জে পরকীয়া সন্দেহে স্ত্রীকে হত্যা ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসা না দেয়া ডাক্তারদের সনদ বাতিলের দাবি ড্যাবের

সকল