৩০ অক্টোবর ২০২৪, ১৪ কার্তিক ১৪৩১, ২৬ রবিউস সানি ১৪৪৬
`

সুদানে তীব্র সংঘর্ষ, লক্ষণ নেই যুদ্ধ থামার

সুদানে তীব্র সংঘর্ষ, লক্ষণ নেই যুদ্ধ থামার - ছবি : সংগৃহীত

সুদানের সেনাবাহিনী মঙ্গলবার রাজধানী খার্তুমে প্রতিদ্বন্দ্বী সামরিক গোষ্ঠীর সাথে সংঘাত শুরু হওয়ার পর থেকে ভারী লড়াইয়ের শক্তি সঞ্চয়ের প্রচেষ্টা জোরদার করছে। এর ফলে ক্রমবর্ধমান মানবিক সঙ্কট সৃষ্টি হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সেনাবাহিনী সোমবার থেকে বিমান হামলা ও ভারী গোলা বারুদ দিয়ে আক্রমণ চালাচ্ছে যাতে নীল নদের উপর প্রতিদ্বন্দ্বীর র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) ব্যবহৃত একটি সেতুর দখল নেয়া যায় যার ফলে ওমদুরমান থেকে বৃহত্তর রাজধানী বাহরি ও খার্তুমে আরো অস্ত্র ও সৈন্য মোতায়েন করা যায়।

এপ্রিলের মাঝামাঝি লড়াইয়ের সময় রাজধানীর বেশিরভাগ অংশ দখল করে রাখা আরএসএফ, জোরালোভাবে প্রতিক্রিয়া জানায়। যার ফলে আবাসিক এলাকায় ব্যাপক সংঘর্ষ এবং বেসামরিক হতাহত এবং লোকজনের বাস্তুচ্যুত হবার ঘটনা ঘটে।

পূর্ব ওমদুরমানের আশপাশের সক্রিয়বাদীরা জানিয়েছেন, অন্তত নয়জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

একটি গণঅভ্যুত্থানে ওমর আল-বশিরকে ক্ষমতাচ্যুত করার চার বছর পর যুদ্ধ শুরু হয়। যৌথভাবে ২০২১ সালে একটি অভ্যুত্থান করার পর বেসামরিক শাসনে রূপান্তরের পরিকল্পনা নিয়ে মতবিরোধের কারণে সেনাবাহিনী এবং আরএসএফের মধ্যে উত্তেজনা শুরু হয়।

উভয় পক্ষই সাম্প্রতিক দিনগুলিতে সামরিক অগ্রগতির দাবি করেছে তবে কোনো চূড়ান্ত অগ্রগতির লক্ষণ নেই। সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের নেতৃত্বে যুদ্ধবিরতি নিশ্চিত করার প্রচেষ্টা ও থমকে গেছে।

জাতিসঙ্ঘের তথ্য অনুযায়ী, ৪০ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে, যাদের মধ্যে ৯ লাখেরও বেশি মানুষ ইতোমধ্যে সংঘাত ও অর্থনৈতিক সঙ্কটে জর্জরিত প্রতিবেশী দেশগুলোতে পালিয়ে গেছে।
সূত্র : ভয়েস অব আমেরিকা


আরো সংবাদ



premium cement
ভাঙ্গায় ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত বন্যপ্রাণী সংরক্ষণ ও সঠিক ব্যবস্থাপনায় বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : উপদেষ্টা কুষ্টিয়ায় আটক বাংলাদেশী নাগরিককে বিজিবির কাছে হস্তান্তর রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমে আবু সাঈদসহ জুলাই অভ্যুত্থানের ইতিহাস অন্তর্ভুক্তির সিদ্ধান্ত সম্মিলিত প্রচেষ্টা থাকলে দেশে ইসলামি পরিবেশ আসবে : খলীল আহমদ কাসেমী আলোকচিত্রে জলবায়ু সহনশীলতার সাহসী গল্প গাজীপুর জেলা পরিষদ থেকে বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের সহায়তা প্রদান বেতাগীতে নয়া দিগন্তের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা আবারো সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ যুক্তরাষ্ট্রে গণতন্ত্র নিয়ে প্রশ্ন তুলেছেন অর্ধেক ভোটার : জরিপ স্বর্ণের দামে নতুন রেকর্ড

সকল