২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩০, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

সোমালিয়ায় আফ্রিকান ইউনিয়নের সেনা ঘাঁটিতে আল-শাবাবের হামলা

সোমালিয়ায় আফ্রিকান ইউনিয়নের সেনা ঘাঁটিতে আল-শাবাবের হামলা - ছবি : সংগৃহীত

আল-শাবাব যোদ্ধারা শুক্রবার সোমালিয়ায় আফ্রিকান ইউনিয়নের সামরিক ঘাঁটিতে উগান্ডার সেনাদের আবাসনে হামলা চালিয়েছে। এ সময় ভয়ানক বন্দুক যুদ্ধ চলে। হামলার ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের খবর জানা যায়নি।

আল-কায়েদা-সংশ্লিষ্ট আল-শাবাব গোষ্ঠী এই হামলার দাবি করেছে।

স্থানীয় বাসিন্দারা এবং একজন সোমালি সামরিক কমান্ডার এএফপি’কে জানিয়েছেন, রাজধানী মোগাদিসু থেকে ১২০ কিলোমিটার (৭৫ মাইল) দক্ষিণ-পশ্চিমে বুলো মারি সামরিক ঘাঁটিতে বিস্ফোরকবোঝাই একটি গাড়ি চালিয়ে দেয় এবং বন্দুক হামলা চালায়।

এটিএমআইএস নামে পরিচিত আফ্রিকান ইউনিয়ন (এইউ) বাহিনীর সমর্থনে সরকারপন্থী বাহিনী গত আগস্টে বিদ্রোহী আল-শাবাবের বিরুদ্ধে অভিযান শুরু করে। ১৫ বছরেরও বেশি সময় ধরে হর্ন অফ আফ্রিকা অঞ্চলে আল শাবাব অরাজক পরিস্থিতি সৃষ্টি করে আসছে।

এটিএমআইএস বলেছে, বুলো মারের ক্যাম্পটিতে আল-শাবাব গাড়িতে ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (ভিবিআইইডি) এবং আত্মঘাতি হামলাকারীদের সহায়তায় ভোর ৫টায় এই হামলা চালায়।

এটিএমআইএস এক বিবৃতিতে বলেছে, ‘তাদের এভিয়েশন ইউনিট এবং সহযোগীদের শক্তি বৃদ্ধি করে আল শাবাবের হামলা প্রতিরোধ করেছে।’

এটিএমআইএস-এর অংশ হিসেবে সোমালিয়ায় অবস্থানরত উগান্ডার সেনাদের লক্ষ্য করে এই হামলা চালানো হয়।

উগান্ডা পিপলস ডিফেন্স ফোর্সের মুখপাত্র ফেলিক্স কুলাইগিয়ে এক বিবৃতিতে বলেছেন, সামরিক বাহিনী ঘটনা তদন্ত করে বিবরণ প্রকাশ করবে।

পূর্ববর্তী এএমআইএসওএম (আফ্রিকান ইউনিয়ন মিশন ইন সোমালিয়া) ফোর্সের চেয়ে শক্তিশালী এটিএমআইএস বাহিনীতে ২০ হাজার সৈন্য রয়েছে।

বাহিনীটিতে উগান্ডা, বুরুন্ডি, জিবুতি, ইথিওপিয়া এবং কেনিয়ার সৈন্য রয়েছে। তাদের দক্ষিণ ও মধ্য সোমালিয়ায় সেনা মোতায়েন করা হয়েছে।

এর লক্ষ্য ২০২৪ সালের মধ্যে সোমালিয়ার সেনাবাহিনী এবং পুলিশের কাছে নিরাপত্তার দায়িত্ব হস্তান্তর করা।
সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement
বছরে ১.৩ ট্রিলিয়ন ডলার জলবায়ু অর্থায়নের দাবি বাংলাদেশ অরবিসের সাথে কাজ করতে আগ্রহী : অধ্যাপক ইউনূস ঢাবি সিন্ডিকেটে এখনো বহাল আওয়ামীপন্থী শিক্ষকরা হাসিনা বাকস্বাধীনতা রুদ্ধ করতে দিগন্ত টেলিভিশনসহ অসংখ্য গণমাধ্যম বন্ধ করেছে : ফখরুল শীত শুরু হচ্ছে তবু কমেনি ডেঙ্গুর প্রকোপ ব্যয়বহুল তদন্তেও শনাক্ত হয়নি লাশটি কার ‘রহস্যজনক’ কারণে নেয়া হয়নি ডিএনএ নমুনা নবনির্মিত ওয়ামি কমপ্লেক্সের আনুষ্ঠানিক উদ্বোধন যুদ্ধবিরতির মার্কিন চেষ্টার মধ্যে লেবাননে ইসরাইলি হামলায় চিকিৎসাকর্মী নিহত অস্বস্তিতে ক্রেতারা : কমিয়ে দিতে হচ্ছে কেনাকাটা গাজায় ইসরাইলি হামলায় নিহত ৪৪ হাজার ছাড়াল আমরা মানুষের সম্মিলিত প্রজ্ঞাকে সম্মান করি

সকল