২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩০, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

আল-শাবাবের জন্য সরবরাহ করা সামরিক চালান আটক করা হয়েছে : সোমালিয়ার সরকার

আল-শাবাবের জন্য সরবরাহ করা সামরিক চালান আটক করা হয়েছে : সোমালিয়ার সরকার - ছবি : সংগৃহীত

সোমালিয়ার জাতীয় গোয়েন্দা সংস্থা বা ন্যাশনাল ইন্টেলিজেন্স এজেন্সি (এনআইএসএ) বৃহস্পতিবার বলেছে, তারা সামরিক সরঞ্জাম এবং বিস্ফোরক সামগ্রীর দুটি অবৈধ চালান আটক করেছে। এগুলো দৃশ্যত আল-শাবাব উগ্র গোষ্ঠীর কাছে পাঠানো হচ্ছিল।

মোগাদিসুতে এক সংবাদ সম্মেলনে সোমালিয়ায় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী হাগা বলেন, সংস্থাটি মোগাদিসুর বন্দর এবং বিমানবন্দরে অস্ত্রগুলো খুঁজে পেয়েছে।

এনআইএসএ-এর এক বিবৃতিতে বলা হয়েছে, অবৈধ চালান সম্পর্কিত তদন্তের মাধ্যমে একটি চোরাচালান চক্রের সাথে যুক্ত ১০ জনকে গ্রেফতার করা হয়েছে।

হাগা বা এনআইএসএ, কারো পক্ষ থেকেই জব্দ করা চালানে কী ধরনের পণ্য রয়েছে, সেগুলো কোথা থেকে এসেছে বা এর সাথে জড়িতদের পরিচয় সম্পর্কে বিশদ কিছু জানানো হয়নি।

অস্ত্র নিষেধাজ্ঞা
গৃহযুদ্ধ ও উপদলীয় সহিংসতার কারণে, ১৯৯২ সালে জাতিসঙ্ঘের নিরাপত্তা পরিষদ সোমালিয়ার ওপর অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করে।

২০১২ সালে একটি কার্যকরী অন্তর্বর্তী-সরকার প্রতিষ্ঠার পর, পরবর্তী সরকারগুলো দেশটিতে স্থিতিশীলতা, সুশাসন এবং অন্যান্য প্রয়োজনীয় বিষয় পুনস্থাপনের জন্য কাজ করছে যা কিনা দেশটিতে আরোপিত অস্ত্র নিষেধাজ্ঞা শিথিল করতে সহায়তা করছে।

২০১৩ সালে জাতিসঙ্ঘের নিরাপত্তা পরিষদ সর্বসম্মতিক্রমে এক বছরের জন্য সোমালিয়ার কাছে অস্ত্র বিক্রির নিষেধাজ্ঞা আংশিকভাবে তুলে নেয়ার পক্ষে ভোট দেয়।

প্রস্তাবটি সোমালিয়ার সরকারকে তার নিরাপত্তা বাহিনীর উন্নয়নে এবং উগ্রবাদীদের বিরুদ্ধে লড়াই করতে সহায়তা করার জন্য কিছু ক্ষুদ্র অস্ত্র কেনার অনুমতি দেয়। তবে, ভারী অস্ত্রের ওপর বিধিনিষেধ বজায় রাখে।

অবশিষ্ট নিষেধাজ্ঞাগুলোর আওতায়, কিছু বিশেষ ধরণের অস্ত্র সংগ্রহের জন্য অনুমোদনের অনুরোধ প্রয়োজন হয়। আর সেগুলো প্রতিবছর নবায়ন করা হয়। আল-শাবাব এখনো এই অঞ্চলে শান্তি এবং স্থিতিশীলতাকে গুরুতরভাবে হুমকির মুখে ফেলেছে এবং এ কারণে নিষেধাজ্ঞা শিথিল করা প্রয়োজন; দেশটির সরকারের পক্ষ থেকে এমন আপত্তির পরও অস্ত্র সংগ্রহের অনুমোদন নবায়ন করতে হয়।
সূত্র : ভয়েস অব আমেরিকা


আরো সংবাদ



premium cement
বছরে ১.৩ ট্রিলিয়ন ডলার জলবায়ু অর্থায়নের দাবি বাংলাদেশ অরবিসের সাথে কাজ করতে আগ্রহী : অধ্যাপক ইউনূস ঢাবি সিন্ডিকেটে এখনো বহাল আওয়ামীপন্থী শিক্ষকরা হাসিনা বাকস্বাধীনতা রুদ্ধ করতে দিগন্ত টেলিভিশনসহ অসংখ্য গণমাধ্যম বন্ধ করেছে : ফখরুল শীত শুরু হচ্ছে তবু কমেনি ডেঙ্গুর প্রকোপ ব্যয়বহুল তদন্তেও শনাক্ত হয়নি লাশটি কার ‘রহস্যজনক’ কারণে নেয়া হয়নি ডিএনএ নমুনা নবনির্মিত ওয়ামি কমপ্লেক্সের আনুষ্ঠানিক উদ্বোধন যুদ্ধবিরতির মার্কিন চেষ্টার মধ্যে লেবাননে ইসরাইলি হামলায় চিকিৎসাকর্মী নিহত অস্বস্তিতে ক্রেতারা : কমিয়ে দিতে হচ্ছে কেনাকাটা গাজায় ইসরাইলি হামলায় নিহত ৪৪ হাজার ছাড়াল আমরা মানুষের সম্মিলিত প্রজ্ঞাকে সম্মান করি

সকল