সুদানের সংঘর্ষে মৃত বেড়ে ৮২২
- নয়া দিগন্ত অনলাইন
- ১৭ মে ২০২৩, ১১:০৭
১৫ এপ্রিল থেকে শুরু হওয়া সুদানের সেনাবাহিনী এবং র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) আধাসামরিক গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে কমপক্ষে ৮২২ বেসামরিক লোক নিহত হয়েছে। মঙ্গলবার স্থানীয় চিকিৎসকরা এ তথ্য প্রকাশ করেছে।
তুর্কি গণমাধ্যম ইয়েনি সাফাকের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়, স্থানীয় চিকিৎসকরা এক বিবৃতিতে জানান, এ সহিংসতায় ৩ হাজার ২১২ জন আহত হয়েছে।
মিশর ও সাউথ সুদান এই বিরোধ মেটাতে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে। মিশর ও সাউথ সুদানের প্রেসিডেন্ট নিজেদের মধ্যে ফোনে কথা বলেছেন। তাদের মতে, সুদানে উত্তেজনা কমানো জরুরি। না হলে পরিস্থিতি হাতের বাইরে চলে যাবে। সেজন্যই তারা মধ্যস্থতা করতে চান।
এদিকে, বারবার যুদ্ধবিরতি চুক্তি সংঘাতের অবসান ঘটাতে এমনকি সহিংসতা হ্রাসেও ব্যর্থ হয়েছে। সুদানের রাজধানী খার্তুমের প্রত্যক্ষদর্শীরা ভয়েস অব আমেরিকাকে বলেছেন, তারা সোমবার শহরের কেন্দ্রস্থলে এবং এর আশপাশে নতুন করে বন্দুকযুদ্ধ এবং বিমান হামলার শব্দ শুনেছেন।
সুদানের নাগরিকরা আশা আর সংশয়ের মিশ্রণে জেদ্দায় আলোচনার দিকে তাকিয়ে আছেন।
ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ রেড ক্রস এবং রেড ক্রিসেন্ট সোসাইটিজ সম্প্রতি বলেছে, তারা ২ লাখ মানুষকে সহায়তা প্রদানের উদ্দেশে সুদানিজ রেড ক্রিসেন্ট সোসাইটিকে সমর্থন করার জন্য একটি জরুরি আবেদন শুরু করেছে।
সূত্র : ইয়েনি সাফাক
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা