২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩০, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ঘানুশির এক বছরের কারাদণ্ড

রশিদ ঘানুশি - ছবি : সংগৃহীত

তিউনিসিয়ার বিরোধী দলের নেতা রশিদ ঘানুশিকে এক বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। উস্কানি প্রদানের একটি মামলায় তার অনুপস্থিতিতেই তাকে এই দণ্ড দেয়া হয় বলে তার আইনজীবী জানিয়েছেন।

ঘানুশি ছিলেন তিউনিশিয়ান পার্লামেন্টের স্পিকার। প্রেসিডেন্ট কায়েস সাইদ ২০২১ সালের জুলাই মাসে ওই পার্লামেন্ট ভেঙে দেন। গত এপ্রিল রাষ্ট্রের নিরাপত্তার বিরুদ্ধে 'ষড়যন্ত্র' করার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়।

চলতি মাসের প্রথম দিকে ঘানুশি আদালতে হাজির হতে অস্বীকার করেন এই বলে যে এখানে বানোয়াট রাজনৈতিক বিচার চলে।

প্রেসিডেন্ট সাইদ পার্লামেন্ট ভেঙে দেয়ার পর থেকে বিরোধীদের ওপর দমননীতি পরিচালনা করছেন। বিপুলসংখ্যক বিরোধী নেতাকর্মীকে আটক করা হয়েছে। এদের বড় অংশই ঘানুশির আন নাহদা দলের।

সমালোচকেরা বলছেন, দেশের অর্থনৈতিক সঙ্কট থেকে চোখ সরাতে বিরোধীদের দমননীতি চালানো হচ্ছে।

সূত্র : আল জাজিরা


আরো সংবাদ



premium cement