কঙ্গোর পূর্বাঞ্চলে বন্যায় ১৭০ জনেরও বেশি মানুষের প্রাণহানি
- নয়া দিগন্ত অনলাইন
- ০৬ মে ২০২৩, ১১:২৫
গণপ্রজাতন্ত্রী কঙ্গোর পূর্বাঞ্চলীয় দক্ষিণ কিভু প্রদেশে ভারী বর্ষণের ফলে সৃষ্ট বন্যায় ১৭০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে। প্রতিবেশী দেশ রুয়ান্ডায় প্রবল বর্ষণে কয়েক ডজন লোকের মৃত্যুর পর দেশটিতে এ প্রাণহানি ঘটলো।
শুক্রবার কর্মকর্তারা এ কথা জানিয়েছেন।
খবর এএফপি’র।
দক্ষিণ কিভুর গভর্নর থিও এনগওয়াবিজে বলেন, লেক কিভুর পশ্চিমে ও রুয়ান্ডা সীমান্তের কাছের কালেহে অঞ্চলে এখনো কয়েক ডজন লোক নিখোঁজ রয়েছে। রুয়ান্ডার ওই সীমান্ত অঞ্চলে বন্যায় শত শত ঘরবাড়ি ভেসে গেছে।
ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করার সময় তিনি আরো বলেন, ভয়াবহ এ বন্যায় ‘আমাদের দেশের প্রায় ১৭৬ জন প্রাণ হারিয়েছে।’
দক্ষিণ কিভুর গভর্নর বলেন, ‘মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। কারণ, এখনো এক শ’ জন নিখোঁজ রয়েছে।’
এর আগে কালেহের সহকারী প্রশাসক আর্কিমিড কারহেবওয়া এএফপি’কে এক শ’ জনের প্রাণহানির কথা জানিয়েছিলেন।
শুক্রবার সন্ধ্যায় সরকার ঘোষণা করেছে যে এ প্রাকৃতিক দুর্যোগে ‘প্রাণ হারানো দেশবাসীদের স্মরণে’ জাতীয় পতাকা অর্ধনমিত রেখে সোমবার এক দিনের জাতীয় শোক পালন করা হবে।
তিনি আরো বলেন, ভারী বর্ষণের পর বিভিন্ন নদীর তীর ভেঙে যাওয়ায় বেশ কয়েকটি গ্রাম ডুবে গেছে।
কারহেবওয়া আরো বলেন, এ বন্যায় শত শত ঘরবাড়ি ভেসে গেছে।
এ দিকে প্রতিবেশী দেশ রুয়ান্ডায় প্রবল বর্ষণের ফলে সৃষ্ট বন্যায় এ সপ্তাহে কমপক্ষে ১২৭ জনের মৃত্যু হয়েছে। রুয়ান্ড কিভু হ্রদের অপর পাশে অবস্থিত।
সূত্র : বাসস
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা