রুয়ান্ডায় ভারী বর্ষণে বন্যায় নিহত ১২৯
- নয়া দিগন্ত অনলাইন
- ০৪ মে ২০২৩, ১১:৪৬, আপডেট: ০৪ মে ২০২৩, ১২:৩৪
মুষলধারে বৃষ্টির কারণে পশ্চিম ও উত্তর রুয়ান্ডায় বন্যার সৃষ্টি হয়েছে। এতে কমপক্ষে ১২৯ জন নিহত হয়েছেন।
রুয়ান্ডা ব্রডকাস্টিং এজেন্সি বুধবার জানিয়েছে, মৃতের সংখ্যা বেড়েই চলেছে।
সরকার সমর্থিত নিউ টাইমস পত্রিকা উল্লেখ করেছে, ‘সাম্প্রতিক বছরগুলোর উপলব্ধ রেকর্ড অনুসারে, এটি স্বল্প সময়ের মধ্যে দেশটিতে রেকর্ড করা সর্বোচ্চ দুর্যোগজনিত মৃত্যুর সংখ্যা হতে পারে।’
রুয়ান্ডার পশ্চিমাঞ্চলীয় প্রদেশের গভর্নর ফ্রাঁসোয়া হাবিতেগেকো সাংবাদিকদের বলেন, মঙ্গলবার রাত ও বুধবার সকালে প্রবল বৃষ্টিপাতের পর আরো হতাহতের সন্ধান চলছে।
গত সপ্তাহে প্রবল বৃষ্টিপাত শুরু হয়, যার ফলে বন্যা ও ভূমিধসের ফলে সারা দেশে বেশ কয়েকটি বাড়ি ভেসে যায় এবং কিছু রাস্তা দুর্গম হয়ে পড়ে।
রুয়ান্ডা আবহাওয়া সংস্থা সতর্ক করেছে আরো বৃষ্টিপাত আসছে।
সরকার অতীতে জলাভূমি এবং অন্য বিপদজ্জনক অঞ্চলে বসবাসকারী বাসিন্দাদের স্থানান্তরিত হতে বলেছে।
পশ্চিম ও উত্তর প্রদেশ এবং রাজধানী কিগালি বিশেষত পাহাড়ি এলাকা, যা বর্ষাকালে ভূমিধসের ঝুঁকিপূর্ণ করে তোলে।
সূত্র : ইউএনবি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা