লিবিয়া উপকূলে ভেসে এলো ৫৭ অভিবাসনপ্রত্যাশীর লাশ
- নয়া দিগন্ত অনলাইন
- ২৬ এপ্রিল ২০২৩, ১২:৪৬
লিবিয়ার পশ্চিমাঞ্চলের শহরগুলোর উপকূলে অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী দুটি নৌকা ডুবে কমপক্ষে ৫৭ জন মারা গেছে।
একজন কোস্টগার্ড ও রেড ক্রিসেন্টের এক কর্মীর বরাত দিয়ে বুধবার রয়টার্স এই খবর জানিয়েছে।
কোস্টগার্ড কর্মকর্তা ফাতি আল-জায়ানি জানান, পূর্ব ত্রিপোলির কারাবুল্লি থেকে এক শিশুসহ ১১ জনের লাশ উদ্ধার করা হয়েছে।
তিনি জানান, অভিবাসনপ্রত্যাশীরা পাকিস্তান, সিরিয়া, তিউনিসিয়া ও মিসর থেকে এসেছিলেন।
পশ্চিম ত্রিপোলির সাবরাথায় অবস্থানরত রেড ক্রিসেন্টের এক কর্মী জানান, তারা গত ছয় দিনে ৪৬টি লাশ উদ্ধার করেছেন। সবাই একই নৌকার যাত্রী ও অবৈধ অভিবাসনপ্রত্যাশী।
ভবিষ্যতে আরো লাশ ভেসে আসতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।
চলতি মাসে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা জানিয়েছে, চলতি বছর এ পর্যন্ত ভূমধ্যসাগরের মধ্য দিয়ে উত্তর আফ্রিকা থেকে ইউরোপে যাওয়ার পথে পানিতে ডুবে ৪৪১ জন অভিবাসনপ্রত্যাশী ও শরণার্থী মারা গেছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা