২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩০, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ঈদের দিন সুদানের রাজধানী যেন ভুতুড়ে শহর

রমজান শেষে ঈদের দিনেও খার্তুমে নিরানন্দ পরিবেশ। - ছবি : বিবিসি

সুদানের রাজধানী খার্তুমের বাসিন্দারা জানিয়েছেন, মুসলিমদের ঈদ উৎসবের সময় শহরে যে আনন্দমুখর পরিবেশ দেখা যায়, তার তুলনায় এবার শহরের কিছু কিছু অংশ রীতিমত ভুতুড়ে চেহারা নিয়েছে।

সুদানের সামরিক নেতৃত্বের মধ্যে ক্ষমতার দ্বন্দ্বে লড়াই শুরু হওয়ার পর এক সপ্তাহে এ পর্যন্ত ৪০০ মানুষ নিহত হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, খার্তুমে গুলি, বোমা এবং গোলাবর্ষণ অব্যাহত রয়েছে।

এর মানে হচ্ছে জাতিসংঘ, যুক্তরাষ্ট্র এবং অন্যান্য দেশ তিনদিনের যে যুদ্ধবিরতির ডাক দিয়েছিল, তা ভেস্তে গেছে।

খার্তুম এবং এর লাগোয়া শহর ওমডুরমানের বাসিন্দারা জানিয়েছেন, তারা এখনো এই সংঘাতের ধাক্কা সামলে উঠতে পারেননি, তারা ক্ষুব্ধ।

একটি মসজিদের প্রবেশপথে দুই নারী কাঁদছিলেন। তারা জানান, দুটি শিশুসহ তারা পরিবারের সদস্যদের হারিয়েছেন।

মুসলিমরা রমজান মাসে রোজার শেষে ঈদ-উল-ফিতরের উৎসব পালন করে। সুদানের মানুষ সাধারণত এই উৎসবের সময় তাদের পরিবার, আত্মীয়-স্বজন, প্রতিবেশীকে দেখতে যায়, একসাথে খাওয়া-দাওয়া করে।

ঈদের দিন নামাজে সাধারণত বহু মানুষ হয়। কিন্তু শুক্রবার খার্তুম এবং ওমডুরমানের অনেক মসজিদ ছিল ফাঁকা। লড়াই থেকে বাঁচতে লোকজন তাদের ঘরে লুকিয়ে আছে।

অনেকে আবার শহর ছেড়ে তাদের নিজের নিজের এলাকার বাড়িতে চলে গেছে।

এর আগেও দুবার যুদ্ধবিরতির উদ্যোগ নেয়া হয়, কিন্তু দুবারই তা বিফল হয়।

লড়াই থামানোর জন্য কূটনৈতিক চাপ বাড়ানো হচ্ছে। অনেক দেশ এবং আন্তর্জাতিক সংস্থা অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে এবং মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে।

সুদানে কিভাবে বেসামরিক শাসন ফিরিয়ে আনা হবে, মূলত তা নিয়ে দুই ক্ষমতাধর সামরিক অধিনায়কের দ্বন্দ্ব থেকে এই লড়াই চলছে।

সুদানের বর্তমান সামরিক সরকার চলে মূলত সেনাপ্রধান জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহানের নেতৃত্বে। তার সাথে উপনেতা হিসেবে আছেন আরেকটি আধা-সামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) প্রধান মোহাম্মদ হামদান হেমেডটি ডাগালো। বেসামরিক শাসনে প্রত্যাবর্তনের পরিকল্পনা অনুযায়ী, এই দুটি বাহিনীকে একীভূত করার কথা।

কিন্তু আরএসএফ তাদের বিলুপ্ত করার বিপক্ষে, এবং এই পরিকল্পনা থামানোর জন্য তাদের বাহিনীকে রাস্তায় নামায়। এরপর এটি সেনাবাহিনী এবং আরএসএফের মধ্যে একটি পূর্ণাঙ্গ লড়াইয়ে রূপ নিয়েছে।

জাতিসংঘ হুঁশিয়ারি দিয়েছে, ১০ হাজার থেকে ২০ হাজার মানুষ- যাদের বেশিরভাগ নারী এবং শিশু, সুদান ছেড়ে পালিয়েছে পাশের দেশ চাডে আশ্রয় নেয়ার জন্য।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিন্কেন বৃহস্পতিবার যুদ্ধরত দুই পক্ষের প্রতি অন্তত রোববার পর্যন্ত যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছিলেন।

সুদানের সেনাবাহিনী এক বিবৃতিতে জানানো হয়, জেনারেল বুরহান তুরস্ক, দক্ষিণ সুদান এবং ইথিওপিয়ার নেতাদের কাছ থেকে ফোন কল পেয়েছেন। যুক্তরাষ্ট্র, সৌদি আরব এবং কাতারের পররাষ্ট্রমন্ত্রীরাও তাকে ফোন করেছিলেন।

যে দু'জনকে ঘিরে এই সঙ্কট
জেনারেল বুরহান এবং হেমেডটি দুজনেই সাবেক প্রেসিডেন্ট ওমর আল বশিরের অধীনে কাজ করেছেন। তবে কয়েক মাস ধরে গণতন্ত্রের দাবিতে তীব্র বিক্ষোভের মুখে তারা ওমর আল বশিরের বিপক্ষে অবস্থান নিয়েছিলেন।

তাদের দু'জনের অধীনেই বিপুল সংখ্যক সেনা আছে। জেনারেল বুরহান নিয়মিত সেনাবাহিনীর প্রধান, তার অধীনে আছে ১ লাখ ২০ হাজার সেনা।

অন্যদিকে আরএসএফের সৈন্য সংখ্যা দেড় লাখ। এই বাহিনী খুব নির্মম বলে পরিচিত।

এরা দু'জনেই এক অন্তর্বর্তীকালীন প্রশাসনের অংশ, এবং তারা সুদানকে গণতান্ত্রিক শাসনের দিকে নিয়ে যাবেন বলে কথা ছিল।

কিন্তু ২০২১ সালে জেনারেল বুরহান এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে এই প্রক্রিয়া স্থগিত করে দেন।

সূত্র : বিবিসি


আরো সংবাদ



premium cement
‘বাবা বলে ডাকতে পারি না’ বিএনপি নির্বাচন চায় দেশকে রক্ষার জন্য : মির্জা ফখরুল জাতীয় ঐক্যের মধ্যদিয়ে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে : গোলাম পরওয়ার সাঙ্গু নদীতে নৌকা বাইচের মাধ্যমে শুরু হলো বান্দরবানে সপ্তাহব্যাপী ক্রীড়া মেলা ফার্মগেটে ৭ তলা ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে ইউক্রেনের ডনেটস্ক অঞ্চলের গ্রামগুলো নিয়ন্ত্রণে নিয়েছে রাশিয়া পর্ণো তারকাকে অর্থ দেয়ার মামলা খারিজের আবেদনের অনুমতি পেলেন ট্রাম্প দোহারে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর নামে ছাত্রলীগ নেতার মামলা ‘কোরআন-সুন্নাহর আদর্শ ছাড়া আলেমদের জন্য রাজনীতি জায়েজ নেই’ চীনা দূতাবাসের আউটস্ট্যান্ডিং পার্টনার অ্যাওয়ার্ড অর্জন অ্যাবকার ঢাবির রাজনীতিবিষয়ক বিশেষ কমিটির কার্যক্রম শুরু

সকল