২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩০, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

নাইজেরিয়ায় কেবি রাজ্যে গভর্নর পদে ক্ষমতাসীন দলের প্রার্থী বিজয়ী

নাইজেরিয়ায় কেবি রাজ্যে গভর্নর পদে ক্ষমতাসীন দলের প্রার্থী বিজয়ী। - ছবি : বিবিসি

নাইজেরিয়ার ক্ষমতাসীন দল উত্তরাঞ্চলীয় কেবি রাজ্যে পুনঃগভর্নর নির্বাচনে জয়লাভ করেছে। নির্বাচন কমিশন রোববার বলেছে, প্রক্রিয়াগত বিশৃঙ্খলার কারণে অন্য রাজ্যে ভোট গণনা স্থগিত করা হয়েছে।

ইন্ডিপেন্ডেন্ট ন্যাশনাল ইলেক্টোরাল কমিশন (আইএনইসি) জানায়, ১৮ মার্চ গভর্নর নির্বাচনে সিদ্ধান্তহীনতার পরিপ্রেক্ষিতে শনিবার ভোটাররা কেব্বি ও আদামাওয়া রাজ্যে পুণরায় গভর্নর নির্বাচনে ভোট দেয়। খবর এএফপির।

শনিবার কয়েকটি এলাকায় সম্পূরক সংসদ নির্বাচনও অনুষ্ঠিত হয়েছে। নাইজেরিয়ানরা ২৫ ফেব্রুয়ারিতে ক্ষমতাসীন অল প্রগ্রেসিভস কংগ্রেস (এপিসি)-এর লাগোস রাজ্যের সাবেক গভর্নর বোলা আহমেদ টিনুবুকে প্রেসিডেন্ট নির্বাচিত করেছে। তিনি বর্তমান প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারির উত্তরসূরি হিসাবে দায়িত্ব গ্রহণ করবেন। বুহারি দুই মেয়াদে ক্ষমতায় থাকার পরে ২৯ মে অবসরে যাবেন। এদিকে অনিয়ম ও জালিয়াতির অভিযোগে তিনুবির জয়কে আদালতে চ্যালেঞ্জ করছে বিরোধিরা।

১৮ মার্চ নাইজেরিয়ার ৩৬টি রাজ্যের মধ্যে ২৮টিতে গভর্নর নির্বাচন অনুষ্ঠিত হয়।

সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement