ছোট্ট মুসল্লিদের ছোট্ট ইমাম, ঘটনা কোন মসজিদের (ভিডিও)?
- নয়া দিগন্ত অনলাইন
- ০৭ এপ্রিল ২০২৩, ১৫:৪২
মসজিদ যদি ছোট্ট শিশুদের আনাগোনায় মুখরিত থাকে, তাহলে ভবিষ্যতে নামাজি ও সৎ প্রজন্ম গড়ে ওঠার সম্ভাবনা তৈরি হয়। এজন্য শৈশবেই তাদের মসজিদমুখী করার উদ্যোগ নেয়া সচেতন অভিভাবকদের দায়িত্ব।
শুক্রবার উর্দু সংবাদমাধ্যম ডেইলি জংগ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল এক ভিডিও নিয়ে এ সংক্রান্ত একটি প্রতিবেদন তৈরি করে। সেখানে দেখা গেল- ছোট্ট শিশুদের নামাজি করে গড়ে তোলার অভিনব ও বাস্তব এক চিত্র।
ভিডিওতে দেখা গেছে- একটি মসজিদে নামাজ পড়ছে শিশুদের বড় একটি দল। শুধু তাই নয়, তাদের ইমামও একজন ছোট্ট শিশু।
এই দৃশ্য টুইটারে শেয়ার করার পরপরই ব্যাপকহারে ছড়িয়ে পড়ে এবং অনলাইনে সক্রিয়রা এটিকে দারুণ ইতিবাচক হিসেবে গ্রহণ করে।
সূত্র জানায়, ঘটনাটি উত্তর-পশ্চিম আফ্রিকার দেশ আলজেরিয়ার। দেশটির রাজধানী আলজিয়ার্সের মসজিদ আমির আব্দুল কাদিরে স্থানীয় শিশুরা এভাবে নামাজ আদায় করছিল।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা