তুরস্কের ভূমিকম্পে নিহত ফুটবল তারকা আতসুর লাশ ঘানায় পৌঁছেছে
- নয়া দিগন্ত অনলাইন
- ২১ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৪৫
তুরস্কের বিধ্বংসী ভূমিকম্পে মারা যাওয়ার পর রোববার ঘানার ফুটবল তারকা ক্রিশ্চিয়ান আতসুর দেহাবশেষ নিজ দেশে পৌঁছেছে। ঘানার পতাকায় মোড়ানো আতসুর কফিন বিমানে করে আক্রাতে পৌঁছায়। সেখানে সামরিক সম্মানের সাথে তার পরিবার লাশ গ্রহণ করে।
৩১ বছর বয়সী এই ক্রীড়াবিদকে গত ৬ ফেব্রুয়ারি দক্ষিণ তুরস্ক এবং সিরিয়ায় আঘাত হানা ৭.৮-মাত্রার ভূমিকম্পের পর, শনিবার মৃত অবস্থায় পাওয়া যায়। ওই ভূমিকম্পে, উভয় দেশে প্রায় ৪৬ হাজারের বেশি মানুষ মারা যায়।
রোববার সন্ধ্যাটি একটি ভাবগম্ভীর মুহূর্ত হয়ে ওঠে, যখন সাবেক প্রিমিয়ার লিগ ফুটবলারের লাশ বহনকারী টার্কিশ এয়ারলাইন্সের বিমানটি কোটোকা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
ঘানার ভাইস প্রেসিডেন্ট মাহামুদু বাউমিয়া এ সময় সরকারি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।
ঘানার উইঙ্গার ২০১৭ সালে নিউক্যাসলে স্থায়ীভাবে স্থানান্তরের আগে চেলসিতে চারটি মৌওসুম কাটিয়েছিলেন। তিনি এফসি পোর্তো, এভারটন এবং বোর্নমাউথসহ বিভিন্ন ইউরোপীয় ক্লাবের হয়েও খেলেছিলেন।
সপ্তাহান্তে, প্রিমিয়ার লিগ ক্লাবগুলো আতসুর সম্মানে কয়েক মিনিট নীরবতা পালন করেছে।
চেলসি এক বিবৃতি জারি করে বলেছে, অত্যন্ত দুঃখের সাথে চেলসি ফুটবল ক্লাব এই খবরটি পেয়েছে যে তুরস্ক এবং সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে আরো অনেকের মধ্যে ক্রিশ্চিয়ান আতসু নিহত হয়েছেন বলে নিশ্চিত করা হয়েছে।
মাঠের বাইরে, আতসু তার উদারতার জন্য ঘানার দরিদ্র স্কুলের শিশুদের বৃত্তি দেয়ার জন্য এবং বন্দী মুক্তির জরিমানা পরিশোধের জন্য পরিচিত ছিলেন।
সূত্র : ডয়চে ভেলে
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা