২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩০, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

সোমালিয়ায় আইএস নেতা নিহত, দাবি আমেরিকার

সোমালিয়ায় আইএস নেতা নিহত, দাবি আমেরিকার - ছবি : সংগৃহীত

সোমালিয়ায় মার্কিন বাহিনী স্পেশাল অপারেশন চালিয়ে গুরুত্বপূর্ণ আইএস নেতাকে হত্যা করেছে বলে জানিয়েছে আমেরিকা।

বৃহস্পতিবার আমেরিকা প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন এ দাবি করে।

তিনি বলেন, দীর্ঘ পরিকল্পনার পর ওই অপারেশন চালানো হয়েছিল। উত্তর সোমালিয়ার একেবারে প্রান্তিক এক অঞ্চলে এই অপারেশন চালানো হয়।

আমেরিকার দাবি, নিহত আইএসের আঞ্চলিক ওই নেতার নাম বিলাল আর সুদানি। তিনি শুধু সোমালিয়া নয়, গোটা এলাকার আইএস সংগঠনকে চালনা করতেন।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নির্দেশে এই অপারেশন চালানো হয়েছিল।

সূত্রের দাবি, পাহাড়ের গুহায় লুকিয়ে ছিলেন আল সুদানি। মার্কিন বাহিনী সেখানে পৌঁছানোর পর অন্তত ১০ আইএস যোদ্ধার সাথে তাদের তুমুল লড়াই হয়। তাদের সকলকে হত্যা করার পর সুদানিকে হত্যা করা হয়।

আমেরিকা জানিয়েছে, অপারেশনে কোনো সাধারণ মানুষের মৃত্যু হয়নি। কেবলমাত্র একজন মার্কিন সেনা আহত হয়েছেন। তাকে একটি সেনার কুকুর আক্রমণ করেছিল।

কে এই বিলাল আল সুদানি
আমেরিকার দাবি, আইএস সংগঠনে যোগ দেয়ার আগে আল কায়দার গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন বিলাল। আল শাবাবে যোদ্ধাদের প্রশিক্ষণ এবং যোগদানের দায়িত্ব ছিল তার। পরে আল কায়দা ছেড়ে আইএসে যোগ দেন সুদানি। আফ্রিকা ও আফগানিস্তানের গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্বেও ছিলেন তিনি। এই গোটা অঞ্চলের অপারেশনের ফান্ড তিনিই জোগাড় করতেন।

সূত্র : ডয়চে ভেলে


আরো সংবাদ



premium cement
হাসানের জোড়া উইকেটের পরও ৩০০ পার করলো ওয়েস্ট ইন্ডিজ খাসিয়াদের বর্ষবিদায় উৎসব ‘খাসি সেং কুটস্নেম’ অনুষ্ঠিত শিক্ষার্থীদের বিতর্কিত করে অভ্যুত্থান ব্যর্থ প্রমাণের অপচেষ্টা চলছে : উপদেষ্টা নাহিদ ফরিদপুর জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শামীম তালুকদার গ্রেফতার ঢাকাবাসীকে যেকোনো উপায়ে নিরাপদ রাখতে হবে : ডিএমপি কমিশনার স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার শিক্ষকদের দাবির যৌক্তিকতা রয়েছে : ধর্ম উপদেষ্টা বাংলাদেশী অনুপ্রবেশের ইস্যু তুলেও ঝাড়খণ্ডে জিততে পারেনি বিজেপি ‘নতুন বাংলাদেশে কোনো চাঁদাবাজি চলবে না’ বাঘায় কৃষকের গলাকাটা লাশ উদ্ধার মানুষ যাতে বৈষম্যের শিকার না হয় সেই প্র্যাকটিস আমরা গড়ে তুলতে চাই : তারেক দিনের শুরুতে স্বস্তি এনে দিলেন হাসান মাহমুদ

সকল