হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন গ্যাবনের পররাষ্ট্রমন্ত্রী
- নয়া দিগন্ত অনলাইন
- ২১ জানুয়ারি ২০২৩, ১৩:০৬, আপডেট: ২১ জানুয়ারি ২০২৩, ১৩:০৭
গ্যাবনের পররাষ্ট্রমন্ত্রী মাইকেল মুসা আদামো হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।
শুক্রবার তিনি মারা গেছেন বলে জানা গেছে। মাইকেল মুসা মন্ত্রিসভার বৈঠকে যাওয়ার প্রস্তুতি নেওয়ার সময় হৃদরোগে আক্রান্ত হন।
সরকার ও প্রেসিডেন্ট প্রাসাদ সূত্র এ কথা জানিয়েছে।
সরকারের এক বিবৃতিতে বলা হয়, ৬২ বছর বয়সী মুসা আদামো হৃদরোগে আক্রান্ত হন এবং ‘বিশেষজ্ঞরা আপ্রাণ চেষ্টা করেও তাকে বাঁচাতে পারলেন না। তিনি প্রেসিডেন্ট আলী বঙ্গো ওন্ডিম্বার দীর্ঘদিনের সহযোগী ছিলেন।
প্রেসিডেন্ট প্রাসাদের ঘনিষ্ঠ সূত্র এএফপি’কে জানিয়েছে, তিনি মন্ত্রিসভার বৈঠক শুরু হওয়ার ঠিক আগে ‘তার কিছু সরকারি সহকর্মীর উপস্থিতিতে ওয়েটিং রুমে বসেছিলেন। এ সময় তিনি অসুস্থ বোধ করছিলেন।’
নাম প্রকাশে অনিচ্ছুক ওই সূত্র জানায়, অজ্ঞান অবস্থায় তাকে একটি সামরিক হাসপাতালে নেয়া হলেও দুপুরের পরপরই তিনি মারা যান।
সূত্র : বাসস/এএফপি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা