২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

কঙ্গোতে গণকবর থেকে ৫০ লাশ উদ্ধার

- ছবি - ইন্টারনেট

জাতিসঙ্ঘ শান্তিরক্ষী বাহিনীর সদস্যরা ডি আর কঙ্গোর পূর্বাঞ্চলে বিভিন্ন গণকবর থেকে ৫০ জন বেসামরিক নাগরিকের লাশ উদ্ধার করেছে। দেশটিতে একের পর এক হামলার ঘটনায় সশস্ত্র বিভিন্ন গ্রুপকে দায়ী করার পর এসব লাশ উদ্ধার করা হলো। জাতিসঙ্ঘের শান্তিরক্ষী বাহিনীর কর্মকর্তারা এ কথা জানিয়েছেন।

সন্দেহভাজন কোডাকো উগ্রবাদীদের ভয়াবহ হামলার পর সঙ্ঘাতপূর্ণ ইতুরি প্রদেশে টহল দেয়ার সময় শান্তিরক্ষী বাহিনীর সদস্যরা এসব লাশের সন্ধান পায় এবং উদ্ধার করে।

জাতিসঙ্ঘের উপ-মুখপাত্র ফারহান হক বলেন, সেখানে দায়িত্ব পালন করা আমাদের সহকর্মীরা জানান যে নিয়ামাম্বা গ্রামে বিভিন্ন গণকবরের সন্ধান পাওয়া গেছে এবং এসব কবর থেকে ৪২ জন বেসামরিক নাগরিকের লাশ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে ১২ নারী ও ছয় শিশু রয়েছে।’

ফারহান আরো বলেন, এমবোগি গ্রামের আরেকটি গণকবর থেকে সাতজনের লাশ উদ্ধার করা হয়েছে। এসব গণকবর কিনা এবং একের পর এক হামলার ঘটনায় কারা জড়িত তা জানতে সুষ্ঠ তদন্তের আহ্বান জানিয়েছেন।


আরো সংবাদ



premium cement